ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

বিশ্বকাপের আগে সাকিবকে ছাড়াই আমিরাতে যাচ্ছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুইবার ফাইনালিস্ট বাংলাদেশ দল সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোরেই উঠতে পারেনি। এর একমাত্র কারণ এবারের এশিয়া কাপ হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ম্রিয়মান।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী টাইগাররা। ভয়ডরহীন নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে মরিয়া সাকিবের দল। কিন্তু সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তবে সে ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। তার বদলে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন, ম্যাচ দুটি খেলতে আগামী ২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করবে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে এ ম্যাচ দুটি। ত্রিদেশীয় সিরিজের আগে দেশের বাইরে চারদিনের বিশেষ ক্যাম্পিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। কন্ডিশন এক না হলেও, ফ্যাসিলিটিজের কারণে আরব আমিরাতকে বেছে নেয়া হয়েছে। কোচিং স্টাফের সবাইকে সেখানে রাখার চেষ্টা করা হবে।

সুজন আরও বলেন, দু্বাই প্রস্তুতি পর্ব ও ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে না হয়তো। কারণ সিপিএলে খেলার জন্য বোর্ড থেকে আগেই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে টিম চাইলে ফিরতে পারেন তিনি।

আগামী ১৬ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সেই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আগে সাকিবকে ছাড়াই আমিরাতে যাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৬:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুইবার ফাইনালিস্ট বাংলাদেশ দল সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোরেই উঠতে পারেনি। এর একমাত্র কারণ এবারের এশিয়া কাপ হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ম্রিয়মান।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী টাইগাররা। ভয়ডরহীন নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে মরিয়া সাকিবের দল। কিন্তু সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তবে সে ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। তার বদলে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন, ম্যাচ দুটি খেলতে আগামী ২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করবে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে এ ম্যাচ দুটি। ত্রিদেশীয় সিরিজের আগে দেশের বাইরে চারদিনের বিশেষ ক্যাম্পিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। কন্ডিশন এক না হলেও, ফ্যাসিলিটিজের কারণে আরব আমিরাতকে বেছে নেয়া হয়েছে। কোচিং স্টাফের সবাইকে সেখানে রাখার চেষ্টা করা হবে।

সুজন আরও বলেন, দু্বাই প্রস্তুতি পর্ব ও ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে না হয়তো। কারণ সিপিএলে খেলার জন্য বোর্ড থেকে আগেই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে টিম চাইলে ফিরতে পারেন তিনি।

আগামী ১৬ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সেই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।