আকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোনার মদনে মধ্যরাতে এক কিশোরীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।
পুলিশ ওই রাতেই অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে (৫০) চানগাঁও গুচ্ছগ্রাম থেকে গ্রেফতার করেছে। আব্দুল কুদ্দুছ উপজেলার চানগাঁও গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুছ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। ভুক্তভোগীর মা সোমবার রাতে বাড়িতে না থাকার সুযোগে মধ্যরাতে আব্দুল কুদ্দুছ ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে নিজ ঘরে ধর্ষণ করে।
এ বিষয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে কোনো সহযোগিতা না পাওয়ায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ চানগাঁও গুচ্ছগ্রাম থেকে অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করে।
পরে ভিকটিমকে উদ্ধার করে বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়। অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে ওই রাতেই গ্রেফতার করে বুধবার নেত্রকোনা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















