আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইউক্রেনে হামলার চালানোর জেরে রাশিয়ার বিরুদ্ধে চলা নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইন। বুধবার ( ১৪ সেপ্টেম্বর) ইউরোপিয়ান পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এমনটি বলেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইন বলেন, আমি এটি স্পষ্ট করে দিতে চাই, এই নিষেধাজ্ঞা থাকবে। এই সময় আমাদের সংকল্প দেখানোর, সন্তুষ্টি দেখানোর নয়।
এদিন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশনে যোগ দেন।
অধিবেশনে ইউরোপীয় ইউনিয়নের প্রধান জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সগ্নে দেখা করতে কিয়েভ যাবে।
তিনি বলেন, প্রিয় ওলেনা, পুতিনের নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়াতে অসীম সাহসের প্রয়োজন। তোমার মধ্যে আমি এই সাহস দেখেছি।
আকাশ নিউজ ডেস্ক 






















