আকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাভুক্ত এলাকায় ওষুধের দোকানের সময়সীমা পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা হতে পারে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা অনুসারে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ডিএসসিসি।
বুধবার সকালে রাজধানীর আজিমপুরে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন পদচারী পারাপার সেতু উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মেয়র তাপস একথা জানান।
বিদ্যুৎ সাশ্রয়ে হাসপাতাল সংলগ্ন ফার্মেসিসহ দোকানপাট এবং সবকিছু বন্ধের সময়সূচি নির্ধারণ করে ২২ আগস্ট প্রজ্ঞাপন জারি করে ডিএসসিসি। ওই সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
ডিএসসিসি ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার সুযোগ বন্ধ করে সময় সীমা নির্ধারণ করে দিয়েছে। ইতোমধ্যেই ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
তবে বুধবার মেয়র তাপস বলেন, ‘হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা করা হবে। আমি মনে করি আমরা যে সময়সূচি দিয়েছি, ঢাকাবাসী উপলব্ধি করতে পেরেছে যে একটি শহরেরও বিশ্রাম, শৃঙ্খলা, সুষ্ঠ ব্যবস্থাপনা ও পরিচালনা প্রয়োজন। এই যে সময়সূচি দেয়া হয়েছে এটা অত্যন্ত সমাদৃত হয়েছে।’
‘আমরা সারাদিন কাজ করি কিন্তু নিজেদের সময় দিতে পারি না। সংসারের দিকে আমরা তাকাতে পারি না। এখন সেই সুযোগটা হবে। রাত আটটার মধ্যে সকল দোকানপাট বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা অন্যান্য প্রতিষ্ঠানেও আলাদা সময়সূচি করে দিয়েছি যাতে করে একত্রিত সবকিছু না হয়।’
মেয়র তাপস বলেন, ‘আমরা চাই সবকিছু একটা সহায়ক ভূমিকা হোক এবং সবাই মিলে একটা সুষ্ঠ পরিচালনার মধ্যে শহরকে আনা যায়। শহরও বিশ্রাম পাবে। আমরাও আমাদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে করতে পারব।’
‘যদি এই ব্যাপারে কোনো হাসপাতাল মনে করে তাদের সময় বর্ধিত করতে হবে তাহলে তারা আমাদের কাছে নিবেদন করতে পারে আমরা পর্যালোচনা করব এবং পরবর্তী ব্যবস্থা নিব।’
আজিমপুরের ফুটওভার ব্রিজ সম্পর্কে মেয়র তাপস বলেন, ‘আজিমপুরের এই সেতুটি দীর্ঘদিন নষ্ট ছিল। এটা ৯০ দশকে নির্মাণের পরে আর সংস্কার করা হয়নি। আজকে আমরা নির্মাণের পর প্রথম সংস্কার সম্পন্ন করেছি। যেহেতু এটি পারাপারের অত্যন্ত ব্যস্ত সড়ক সেহেতু আমি আশা করি পথচারী পারাপারে এটি অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে।’
আকাশ নিউজ ডেস্ক 



















