আকাশ বিনোদন ডেস্ক :
দেশীয় চলচ্চিত্রে ‘নায়করাজ’ হিসেবে পরিচিত তিনি। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে তিনি যতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি অনেকটা বিরল। অভিনয় জগতে তিনি ছিলেন আলোর দিশারী। বাংলা চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া প্রিয় নায়করাজ রাজ্জাক নেই আজ পাঁচ বছর।
কিংবদন্তি এ অভিনেতার রেখে যাওয়া স্মৃতি আজও বুকে লালন করে তার সহকর্মী ও ভক্তরা। তারই ধারাবাহিকতায় রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান।
রবিবার বিকেলে ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে নায়ক রাজের একটি ছবি পোষ্ট করে লিখেছেন, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।
আকাশ নিউজ ডেস্ক 
























