অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় তে নিন প্রদেশে সোমবার দু’টি গাড়ির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
প্রাদেশিক পুলিশ জানায়, দং মিন চাউ জেলায় দু’টি কোচের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে। কোচ দু’টির একটি ১৬ আসন এবং অপরটি ৩৫ আসন বিশিষ্ট ছিল। আহতদের তে নিন ও হো চি মিন সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছোট গাড়ির সকলেই ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় আন গিয়াং প্রদেশ থেকে তে নিনে একটি বৌদ্ধ মন্দিরে যাচ্ছিল। ভিয়েতনামের ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, দেশটিতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিগত নয় মাসে ১৪ হাজার ৩৫২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ১২২ জন নিহত ও ১১ হাজার ৭৫৯ জন আহত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























