ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

শিশুকে সিগারেটের ছ্যাঁকা ও মারধর, ১ হাজার টাকায় রফা!

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের বড়াইগ্রামে জীবন আহমেদ (১২) নামের এক শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১ হাজার টাকার বিনিময়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার মুদি দোকানি ইউনুস আলী শিশুটিকে এমন নির্যাতন করেন। শিশুটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছে।

জীবন হোসেন উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুজন হোসেনের ছেলে। সে স্থানীয় সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুটির দাবি- শুক্রবার সকালে তার এক সহপাঠীকে সে লুকিয়ে ধূমপান করতে দেখে। ওই সহপাঠী তখন বিষয়টি কাউকে না জানাতে জীবনকে অনুরোধ করে এবং মিষ্টি খাওয়ানোর কথা বলে দুপুরে তার বাবার মুদি দোকানে যেতে বলে। দুপুর ১টার দিকে জীবন সহপাঠীর বাবা ইউনুস আলীর মুদি দোকানে যায়। দোকানের ভেতরে বসার কিছুক্ষণের মধ্যেই ইউনুস আলী হঠাৎ তাকে চড়-থাপ্পড় মারেন এবং জ্বলন্ত সিগারেট তার ডান হাত চেপে ধরে ছ্যাঁকা দেন। এ সময় জীবনের চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে জীবনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসক রাসেল হোসেন বলেন, শিশুটির ডান হাতে পোড়া জখম পাওয়া গেছে। পোড়ার ধরন দেখে এটা সিগারেটের ছ্যাঁকা বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জীবনের মা জহুরা বেগম ছেলেকে নিয়ে ইউনুস আলীর দোকানে গিয়ে নির্যাতনের কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডা হলে জহুরা বেগম জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে শনিবার সকালে চিকিৎসাবাবদ ১ হাজার টাকা জরিমানা করে চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তি করেন।

জহুরা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। স্বামী বাড়িতে না থাকায় তিনি ছেলেকে নির্যাতনের বিষয় নিয়ে মামলা-মোকদ্দমা করতে চাননি।

অভিযোগের বিষয়ে মুদি দোকানি ইউনুছ আলী বলেন, দোকানের পাশে তার ছেলের সঙ্গে জীবনের ধাক্কাধাক্কি হচ্ছিল। তিনি তাদের ছাড়াতে গেলে অসাবধানতাবশত তার হাতে থাকা সিগারেট জীবনের হাতে ঠেকে যায়। এতে তার হাত কিছুটা পুড়ে গেছে। জীবনকে ইচ্ছা করে সিগারেটের ছ্যাঁকা দেননি বা মারপিট করেননি বলে দাবি করেন তিনি।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিশুটির মা আমার কাছে বাদী হওয়ায় দুই পক্ষকে ডেকে একটা সমাধান করে দিয়েছি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। তবে তিনি পুলিশ পাঠিয়ে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

শিশুকে সিগারেটের ছ্যাঁকা ও মারধর, ১ হাজার টাকায় রফা!

আপডেট সময় ১১:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের বড়াইগ্রামে জীবন আহমেদ (১২) নামের এক শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১ হাজার টাকার বিনিময়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার মুদি দোকানি ইউনুস আলী শিশুটিকে এমন নির্যাতন করেন। শিশুটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছে।

জীবন হোসেন উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুজন হোসেনের ছেলে। সে স্থানীয় সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুটির দাবি- শুক্রবার সকালে তার এক সহপাঠীকে সে লুকিয়ে ধূমপান করতে দেখে। ওই সহপাঠী তখন বিষয়টি কাউকে না জানাতে জীবনকে অনুরোধ করে এবং মিষ্টি খাওয়ানোর কথা বলে দুপুরে তার বাবার মুদি দোকানে যেতে বলে। দুপুর ১টার দিকে জীবন সহপাঠীর বাবা ইউনুস আলীর মুদি দোকানে যায়। দোকানের ভেতরে বসার কিছুক্ষণের মধ্যেই ইউনুস আলী হঠাৎ তাকে চড়-থাপ্পড় মারেন এবং জ্বলন্ত সিগারেট তার ডান হাত চেপে ধরে ছ্যাঁকা দেন। এ সময় জীবনের চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে জীবনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসক রাসেল হোসেন বলেন, শিশুটির ডান হাতে পোড়া জখম পাওয়া গেছে। পোড়ার ধরন দেখে এটা সিগারেটের ছ্যাঁকা বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জীবনের মা জহুরা বেগম ছেলেকে নিয়ে ইউনুস আলীর দোকানে গিয়ে নির্যাতনের কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডা হলে জহুরা বেগম জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানান। পরে শনিবার সকালে চিকিৎসাবাবদ ১ হাজার টাকা জরিমানা করে চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তি করেন।

জহুরা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। স্বামী বাড়িতে না থাকায় তিনি ছেলেকে নির্যাতনের বিষয় নিয়ে মামলা-মোকদ্দমা করতে চাননি।

অভিযোগের বিষয়ে মুদি দোকানি ইউনুছ আলী বলেন, দোকানের পাশে তার ছেলের সঙ্গে জীবনের ধাক্কাধাক্কি হচ্ছিল। তিনি তাদের ছাড়াতে গেলে অসাবধানতাবশত তার হাতে থাকা সিগারেট জীবনের হাতে ঠেকে যায়। এতে তার হাত কিছুটা পুড়ে গেছে। জীবনকে ইচ্ছা করে সিগারেটের ছ্যাঁকা দেননি বা মারপিট করেননি বলে দাবি করেন তিনি।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিশুটির মা আমার কাছে বাদী হওয়ায় দুই পক্ষকে ডেকে একটা সমাধান করে দিয়েছি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। তবে তিনি পুলিশ পাঠিয়ে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।