ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না : মুফতি ফয়জুল করিম রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

পদ্মা সেতুর দৃশ্যমান, সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

অনিশ্চয়তা, নানা জল্পনা-কল্পনা ও সমালোচনার পর দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর অবয়ব এখন দৃশ্যমান। আর এর মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করতে পেরেছে।

এ প্রসঙ্গে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের অভিমত হচ্ছে, নিজস্ব অর্থায়নে এমন একটি অবকাঠামো নির্মাণের সাহস তো অবশ্যই বাংলাদেশের সক্ষমতাকে প্রমাণ করে। এতে মানুষের আস্থা বেড়েছে, তাদের সাহসী করেছে। তবে পরবর্তী কাজগুলো সময় মতো ঠিকভাবে করার ওপরও সক্ষমতা প্রমাণের অনেকখানি নির্ভর করে। সেদিকটিও নজরে রাখতে হবে বলে মনে করেন তারা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্প প্রমাণ করে বাংলাদেশের সক্ষমতা আছে। এই সক্ষমতা আরো স্পষ্ট হবে এ প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হওয়ার পর।

তিনি আরো বলেন, ‘এ প্রকল্পের অনেকগুলো দিক এখনও চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই সামনে এগুতে হবে। আর ঠিক মতো কাজ শেষ হলে প্রমাণ করবে শতভাগ সক্ষমতা।’

ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খেয়াল রাখতে হবে, প্রকল্পের ব্যয় ও সময় যেন যথাসম্ভব না বাড়ে। ব্যয় না বাড়িয়ে আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হোক। একইসঙ্গে প্রকল্পের গুণগত মানের দিকটি বিবেচনায় রাখতে হবে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদ বখত বলেন, ‘অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এতে অবশ্যই সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। বৃহৎ এই অবকাঠামো অর্থনৈতিক ও জাতীয়ভাবে বিশেষ অবদান রাখবে। বিষয়টি অবশ্যই জাতির জন্য গুরুত্বপূর্ণ।’

পদ্মা সেতুর কাঠামো দৃশ্যমান হওয়ার মধ্য দিয়ে তা দেশের সক্ষমতার ইঙ্গিত বহন করে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘তবে এখনও অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে সক্ষমতার সঙ্গে।

তিনি আরো বলেন, গুণগত মান ক্রসচেক প্রয়োজন। সেতু নির্মাণকাজ অনেকটা শ্লথ হলেও সামগ্রিক বিবেচনায় এ অগ্রগতি ইতিবাচক। তবে পূর্ণ সক্ষমতা নির্ভর করছে প্রকল্পটির পুরোপুরি বাস্তবায়নের ওপর।’

কারণ ব্যাখা করে গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আমরা তো জানতাম এ সেতুতে রেল ও সড়ক পথ একযোগে কার্যকর হবে। সেটি হচ্ছে না। তবে অতি দ্রুততম সময়ের মধ্যে যেন সেতুটিতে রেলপথ চালু হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুর দৃশ্যমান, সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ

আপডেট সময় ০১:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

অনিশ্চয়তা, নানা জল্পনা-কল্পনা ও সমালোচনার পর দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর অবয়ব এখন দৃশ্যমান। আর এর মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করতে পেরেছে।

এ প্রসঙ্গে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের অভিমত হচ্ছে, নিজস্ব অর্থায়নে এমন একটি অবকাঠামো নির্মাণের সাহস তো অবশ্যই বাংলাদেশের সক্ষমতাকে প্রমাণ করে। এতে মানুষের আস্থা বেড়েছে, তাদের সাহসী করেছে। তবে পরবর্তী কাজগুলো সময় মতো ঠিকভাবে করার ওপরও সক্ষমতা প্রমাণের অনেকখানি নির্ভর করে। সেদিকটিও নজরে রাখতে হবে বলে মনে করেন তারা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্প প্রমাণ করে বাংলাদেশের সক্ষমতা আছে। এই সক্ষমতা আরো স্পষ্ট হবে এ প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হওয়ার পর।

তিনি আরো বলেন, ‘এ প্রকল্পের অনেকগুলো দিক এখনও চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই সামনে এগুতে হবে। আর ঠিক মতো কাজ শেষ হলে প্রমাণ করবে শতভাগ সক্ষমতা।’

ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খেয়াল রাখতে হবে, প্রকল্পের ব্যয় ও সময় যেন যথাসম্ভব না বাড়ে। ব্যয় না বাড়িয়ে আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হোক। একইসঙ্গে প্রকল্পের গুণগত মানের দিকটি বিবেচনায় রাখতে হবে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদ বখত বলেন, ‘অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এতে অবশ্যই সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। বৃহৎ এই অবকাঠামো অর্থনৈতিক ও জাতীয়ভাবে বিশেষ অবদান রাখবে। বিষয়টি অবশ্যই জাতির জন্য গুরুত্বপূর্ণ।’

পদ্মা সেতুর কাঠামো দৃশ্যমান হওয়ার মধ্য দিয়ে তা দেশের সক্ষমতার ইঙ্গিত বহন করে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘তবে এখনও অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে সক্ষমতার সঙ্গে।

তিনি আরো বলেন, গুণগত মান ক্রসচেক প্রয়োজন। সেতু নির্মাণকাজ অনেকটা শ্লথ হলেও সামগ্রিক বিবেচনায় এ অগ্রগতি ইতিবাচক। তবে পূর্ণ সক্ষমতা নির্ভর করছে প্রকল্পটির পুরোপুরি বাস্তবায়নের ওপর।’

কারণ ব্যাখা করে গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আমরা তো জানতাম এ সেতুতে রেল ও সড়ক পথ একযোগে কার্যকর হবে। সেটি হচ্ছে না। তবে অতি দ্রুততম সময়ের মধ্যে যেন সেতুটিতে রেলপথ চালু হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।’