অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ায় প্রায় ২৩৫০ জঙ্গির মৃত্যু হয়েছে রাশিয়ার বিমান হামলায় এমনটাই দাবি করল মস্কো। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ১১ দিন লাগাতার বিমান হানা চালিয়ে অন্তত আড়াই হাজার জঙ্গিকে হত্যা ও ২৭০০ জঙ্গিকে আহত করা গিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রলালয় সূত্রে বলা হয়, জঙ্গিদের নিয়ন্ত্রিত সিরিয়ার দেইর আয যোরে রুশ বিমান বাহিনীর সহায়তায় বড় ধরনের অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। সেখানে প্রায় ১৫০০ জঙ্গি রয়েছে, যাদের সামনে নিহত হওয়া অথবা আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
সূত্রে আরো বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত ১৬ জঙ্গি কমান্ডারকে খতম করা হয়েছে। পাশাপাশি তাদের ৬৭টি ঘাঁটি, ৫১টি অস্ত্রাগার, ২৭টি ট্যাংক, ২১টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং ২০০ সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, আইএস জঙ্গিগোষ্ঠী ২০১৪ সালের জুন মাসে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। সেই সময়ই সিরিয়ার দেইর আয যোর আইএসের নিয়ন্ত্রণে চলে যায়।
আকাশ নিউজ ডেস্ক 



















