ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা

চেলসি-টটেনহ্যাম কোচের হাতাহাতি, দেখলেন লালকার্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রিমিয়ার লিগে চেলসি ও টটেনহ্যামের ম্যাচে ডাগআউটে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুদলের দুই কোচের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে তোলপাড় ফুটবলবিশ্ব।

প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চেলসি কোচ থমাস টুখেল আর টটেনহ্যামের আন্তোনিও কন্তে। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাতের ম্যাচে এমন কাণ্ড ঘটিয়ে এখন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন দুই কোচ।

৬৮তম মিনিটে বেন ডেভিসের পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন টটেনহ্যাম পিয়েরে এমিল হয়বিয়ের। দলকে সমতায় ফেরান তিনি।

আর তাতে এতটাই খুশি আর উত্তেজিত হন টটেনহ্যাম কোচ কন্তে যে, দিদ্বিদিক হারিয়ে চেলসির ডাগআউটের দিকে। প্রতিপক্ষ কন্তের এমন বেপরোয়া গোলের উদযাপন মেনে নিতে পারেননি চেলসি কোচ টুখেল। তিনিও এগিয়ে আসেন কন্তের দিকে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই ডাগআউটে। হট্টগোল থামিয়ে দুই কোচকেই হলুদকার্ড দেখান রেফারি।

এর পর ৭৬ মিনিটের ঘটনা। স্টার্লিংয়ের পাস থেকে রিস জেমস গোল করলে উত্তেজিত হয়ে পড়েন চেলসি কোচ টুখেল। এবার তিনি ছুটে যান কন্তের সামনে দিয়ে। কন্তের রাগ ঝরতে থাকে বিষয়টি দেখে। কিন্তু দল ২-১ গোলে পিছিয়ে পড়ার হতাশায় ডুবে থাকতে দেখা যায় তাকে।

নির্ধারিত সময়ে ২-১ গোলে এগিয়ে থাকা চেলসি যখন জয়ের প্রহর গুনছে, তখনই দৃশ্যপট পাল্টে দেন হ্যারি কেইন।

যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে স্কোরলাইন ২-২ করেন তিনি। রেফারির শেষ বাঁশিতে ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি-টটেনহ্যাম।

পয়েন্ট না পাওয়া ক্ষোভে ফেটে পড়েন দুই কোচ। আবারও কথার লড়াইয়ে লিপ্ত হন কন্তে-টুখেল। এবার বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। বাকবিতণ্ডা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে!

পরিস্থিতি সামাল দিয়ে দুই কোচকে দেখেন লালকার্ড দেখান রেফারি। এতে অন্তত এক ম্যাচের নিষিদ্ধ হলেন দুই কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ

চেলসি-টটেনহ্যাম কোচের হাতাহাতি, দেখলেন লালকার্ড

আপডেট সময় ০৭:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রিমিয়ার লিগে চেলসি ও টটেনহ্যামের ম্যাচে ডাগআউটে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুদলের দুই কোচের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে তোলপাড় ফুটবলবিশ্ব।

প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চেলসি কোচ থমাস টুখেল আর টটেনহ্যামের আন্তোনিও কন্তে। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাতের ম্যাচে এমন কাণ্ড ঘটিয়ে এখন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন দুই কোচ।

৬৮তম মিনিটে বেন ডেভিসের পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন টটেনহ্যাম পিয়েরে এমিল হয়বিয়ের। দলকে সমতায় ফেরান তিনি।

আর তাতে এতটাই খুশি আর উত্তেজিত হন টটেনহ্যাম কোচ কন্তে যে, দিদ্বিদিক হারিয়ে চেলসির ডাগআউটের দিকে। প্রতিপক্ষ কন্তের এমন বেপরোয়া গোলের উদযাপন মেনে নিতে পারেননি চেলসি কোচ টুখেল। তিনিও এগিয়ে আসেন কন্তের দিকে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই ডাগআউটে। হট্টগোল থামিয়ে দুই কোচকেই হলুদকার্ড দেখান রেফারি।

এর পর ৭৬ মিনিটের ঘটনা। স্টার্লিংয়ের পাস থেকে রিস জেমস গোল করলে উত্তেজিত হয়ে পড়েন চেলসি কোচ টুখেল। এবার তিনি ছুটে যান কন্তের সামনে দিয়ে। কন্তের রাগ ঝরতে থাকে বিষয়টি দেখে। কিন্তু দল ২-১ গোলে পিছিয়ে পড়ার হতাশায় ডুবে থাকতে দেখা যায় তাকে।

নির্ধারিত সময়ে ২-১ গোলে এগিয়ে থাকা চেলসি যখন জয়ের প্রহর গুনছে, তখনই দৃশ্যপট পাল্টে দেন হ্যারি কেইন।

যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে স্কোরলাইন ২-২ করেন তিনি। রেফারির শেষ বাঁশিতে ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি-টটেনহ্যাম।

পয়েন্ট না পাওয়া ক্ষোভে ফেটে পড়েন দুই কোচ। আবারও কথার লড়াইয়ে লিপ্ত হন কন্তে-টুখেল। এবার বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। বাকবিতণ্ডা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে!

পরিস্থিতি সামাল দিয়ে দুই কোচকে দেখেন লালকার্ড দেখান রেফারি। এতে অন্তত এক ম্যাচের নিষিদ্ধ হলেন দুই কোচ।