অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট, ভোট ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। স্প্যানিশ সাংবিধানিক আদালতের অবৈধ ঘোষণা করা এই গণভোট থামানোর অঙ্গীকার করেছে দেশটির সরকার।
সম্ভাব্য ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার চেষ্টা করছে পুলিশ এবং বেশ কিছু ব্যালট পেপার এবং ভোটবক্সও জব্দ করেছে তারা। তারপরও কাতালুনিয়ার সরকারী কর্মকর্তারা বড় ভোটার সমাগম হবে বলে ধারণা করছেন।
জিওরনা শহরে কাতালান নেতা কার্লেস পুজদেমন যে ভোটকেন্দ্রে ভোট দেয়ার কথা সেখানে দাঙ্গা পুলিশ জোর করে ঢুকে পড়েছে।
টেলিভিশনের ছবিতে দেখা গেছে স্পোর্টস সেন্টারের কাঁচ এবং সদর দরজা ভেঙ্গে ঢুকে পড়ছে পুলিশ। যারা ভোট দিতে আসছেন তাদের বলপ্রয়োগ করে সরিয়ে দেয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























