ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এবছর তিনটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সামনে আরও বেশি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মার্চে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে তারা। এবার তারই ধারাবাহিকতায় আরও চারটি দেশকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বাফুফের।

বাফুফের প্রস্তাব করা চার দেশের মধ্যে কম্বোডিয়া একটি বিকল্প প্রস্তাব দিয়েছিল, তাদের দেশে তিন দলীয় একটি সিরিজ খেলতে। অন্য দলটি ছিল জাপান অনূর্ধ্ব-২৩। কিন্তু বাফুফে জাপানের বিপক্ষে খেলতে না চাওয়ায় কম্বোডিয়ার প্রস্তাবে রাজী হয়নি। বাফুফে শেষ পর্যন্ত কম্বোডিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মাটিতে এবং ২৭ সেপ্টেম্বর নেপালে হবে ম্যাচ দুটি। এই দুটি ম্যাচের আগে আগামী ২৬ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। আজ সন্ধ্যায় জাতীয় দল কমিটির এক সভায় এই দুটি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত হয়।

ফিফা র‍্যাংকিংয়ের ১৭৪তম দল কম্বোডিয়া। এশিয়ার দেশটির বিপক্ষে সর্বশেষ ২০১৯ সালে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলে নেপালে যাবে বাংলাদেশ দল। র‍্যাংকিংয়ের ১৭৬তম স্থানে থাকা নেপালের বিপক্ষে সর্বশেষ গত সাফ চ্যাম্পিয়নশিপে খেলে বাংলাদেশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

অ্যাসাইনমেন্ট না থাকায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ছুটি কাটাতে দেশে গেছেন। ক্যাম্প শুরুর ১০ দিন আগে আগামী ১৬ আগস্ট তিনি ঢাকায় আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট সময় ১১:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এবছর তিনটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সামনে আরও বেশি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মার্চে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে তারা। এবার তারই ধারাবাহিকতায় আরও চারটি দেশকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বাফুফের।

বাফুফের প্রস্তাব করা চার দেশের মধ্যে কম্বোডিয়া একটি বিকল্প প্রস্তাব দিয়েছিল, তাদের দেশে তিন দলীয় একটি সিরিজ খেলতে। অন্য দলটি ছিল জাপান অনূর্ধ্ব-২৩। কিন্তু বাফুফে জাপানের বিপক্ষে খেলতে না চাওয়ায় কম্বোডিয়ার প্রস্তাবে রাজী হয়নি। বাফুফে শেষ পর্যন্ত কম্বোডিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মাটিতে এবং ২৭ সেপ্টেম্বর নেপালে হবে ম্যাচ দুটি। এই দুটি ম্যাচের আগে আগামী ২৬ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। আজ সন্ধ্যায় জাতীয় দল কমিটির এক সভায় এই দুটি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত হয়।

ফিফা র‍্যাংকিংয়ের ১৭৪তম দল কম্বোডিয়া। এশিয়ার দেশটির বিপক্ষে সর্বশেষ ২০১৯ সালে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলে নেপালে যাবে বাংলাদেশ দল। র‍্যাংকিংয়ের ১৭৬তম স্থানে থাকা নেপালের বিপক্ষে সর্বশেষ গত সাফ চ্যাম্পিয়নশিপে খেলে বাংলাদেশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

অ্যাসাইনমেন্ট না থাকায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ছুটি কাটাতে দেশে গেছেন। ক্যাম্প শুরুর ১০ দিন আগে আগামী ১৬ আগস্ট তিনি ঢাকায় আসছেন।