অাকাশ বিনোদন ডেস্ক:
দুইজনই নিজ নিজ নামের যথার্থতা দেখিয়েছেন। কিন্তু কখনো একসাথে এক মঞ্চে গাওয়া হয়নি। এবার সেই ঘটনাই ঘটালেন এই দুই সহোদর। লভেলাও মিস ওয়ার্ল্ড এর জন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের গ্র্যান্ড ফিনালের মঞ্চে হৃদয় খান ও প্রত্যয় খান মঞ্চ দখল করে বিশ মিনিট গেয়ে দর্শকদের মুগ্ধ করে রাখলেন।
বসুন্ধরা ককনভেনশন সসিটির নবরাত্রী হলে শুক্রবার রাত ৯ টা ২০ মিনিটে মাইক্রোফোন হাতে মঞ্চে ওঠেন হৃদয় খান ও প্রত্যয় খান। এসময় তাদের সঙ্গে পাওয়ার ভয়েজের শিল্পী আনিকা কণ্ঠ মেলান।
একে একে হৃদয় প্রত্যয় গান তুমি যদি আমাকে, চাইনা মেয়ে এর সাথে কয়েকটি মিক্সড ইংরেজি গান পরিবেশ। হৃদয়ের কণ্ঠে সুর মেলান প্রত্যয় ও আনিকা।
গান পরিবেশন শেষে হৃদয়-প্রত্যয় দুজনেই দর্শক ও আয়োজকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























