অাকাশ বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সিয়াম। সম্প্রতি তিনি বড় পর্দায় নাম লিখিয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন-টু’ সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে তাকে। আজ শুক্রবার মেহেরপুর জেলা শহরের শেখ পাড়ায় শুরু হয়েছে এ সিনেমার শুটিং। শুটিংয়ে অংশ নিতে সিয়াম মেহেরপুরে যাচ্ছেন বলে জানান সিয়াম।
প্রথম বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে সিয়াম বলেন, ‘প্রথমবার বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছি। এখন পথে আছি। আমার জন্য দোয়া করবেন, যেন ভালো কিছু উপহার দিতে পারি।’
রায়হান রাফি পরিচালিত এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে টেলিভিশন অভিনেতা সিয়ামের। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত পূজা চেরি। গত ১২ মার্চ মেঘনা রিসোর্টে ‘পোড়ামন-টু’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























