আকাশ জাতীয় ডেস্ক:
সরকার ঘোষিত সংশোধিত ‘এসআরও’ অনুযায়ী ভ্যাট না দিয়ে খালাস করা বিটুমিনের ভ্যাট আদায়ের শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
‘এসআরও’ জারির পর খালাস হওয়া সাতটি চালানের ভ্যাট আদায়ের জন্য এরই মধ্যে তিন আমদানিকারককে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পেয়ে এক আমদানিকারক খালাস হওয়া চালানের বিপরীতে প্রায় ৪৩ লাখ টাকা আদায় করেছে কাস্টমস।
জানা যায়, এ বছরের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড বিটুমিন আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করে সংশোধিত ‘এসআরও’ জারি করে। যা ২৯ জুন থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়। এসআরও জারির মাধ্যমে আমদানি করা বিটুমিনের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে কারিগরি জটিলতার কারণে সংযোজিত ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত না থাকায় আরোপিত ভ্যাট ছাড়াই শুল্কায়ন ও খালাস করা হয়েছে তিন আমদানিকারকের ৭টি চালান। জুলাই মাসের শেষ সপ্তাহে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে সংশোধিত এসআরও’র ১৫ শতাংশ ভ্যাট যুক্ত না হওয়ার বিষয়টা নজরে আসে কাস্টমসের।
এরপর জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে যোগাযোগ করে চট্টগ্রাম কাস্টমস হাউস। তড়িৎ গতিতে সিস্টেমে সংশোধিত এসআরও অনুযায়ী ভ্যাট যুক্ত করা হয়। খালাস হওয়া সাতটি চালানের আমদানিকারককে ভ্যাট পরিশোধের জন্য নোটিশ ইস্যূ করা হয়। নোটিশ পেয়ে এরই মধ্যে এক আমদানিকারক প্রায় ৪৩ লাখ টাকা ভ্যাট পরিশোধ করেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার রোখশানা খাতুন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিটুমিন আমদানিতে সংশোধিত এসআরও অনুযায়ী ভ্যাট সংযুক্ত হয়নি জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে। এসআরও জারির পর তিন আমদানিকারকের সাতটি চালান খালাস হয়েছে আগের নিয়মে। বিষয়টি নজরে আসার পর বিটুমিন খালাস করা আমদানিকারকদের নোটিশ দিয়েছি। নোটিশ পেয়ে এক আমদানিকারক এরই মধ্যে প্রায় ৪৩ লাখ টাকা ভ্যাট পরিশোধ করেছেন। নোটিশ-প্রাপ্ত বাকি দুই আমদানিকারকও ভ্যাট পরিশোধ করবেন। এক্ষেত্রে ভ্যাট অনাদায়ী থাকার সুযোগ নেই।
নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের এক কর্মকর্তা বলেন, এসআরও অনুযায়ী বিটুমিন আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দেওয়া বাধ্যতামুলক। কোনো প্রতিষ্ঠান যদি ২৯ জুনের পর কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে তা হলে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে কারিগরি জটিলতার কারণে ওই সময়ের পর যারা ভ্যাট না দিয়ে চালান খালাস করেছেন তাদের অবশ্যই ভ্যাট পরিশোধ করতে হবে। ভ্যাট পরিশোধ না করা পর্যন্ত তাদের অন্য চালান যাতে অ্যাসেসমেন্ট না হয় সেই বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়- গত ২৯ জুন থেকে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমসে বিটুমিনের চালান খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। প্রতিষ্ঠানগুলো হলো- কামাল অ্যান্ড ব্রাদার্স, ঢাকা কনক্রিট এবং ডিন অ্যান্ড কোম্পানি। তারা সংশোধিত এসআরও অনুযায়ী শুল্কায়ন না করেই পুরনো নিয়মে বিটুমিন খালাস নেন।
আকাশ নিউজ ডেস্ক 

























