অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
তানজানিয়া আফ্রিকার পূর্বাঞ্চলীয় একটি দেশ। সে দেশের সরকারের সমালোচনা করায় একটি সাপ্তাহিক সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছে। গত বুধবার এক প্রতিবেদনে সরকারকে ব্যর্থ আখ্যায়িত করায় ৯০ দিনের জন্য `রাইয়া মুয়েমা` নামের ওই সাপ্তাহিকটি বন্ধ করে দেয়া হয়। সূত্র : আফ্রিকা নিউজ
এর আগেও সাপ্তহিকটিকে সরকারের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছিল। কিন্তু এর পরও সরকারবিরোধী খবর ছাপায় নিষিদ্ধ হতে হয়েছে সাপ্তাহিকটিকে।
`রাইয়া মুয়েমা` সাপ্তাহিকের পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, ২০১৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদন ও গত বুধবারের প্রতিবেদনটির জন্য এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এক সপ্তাহ আগেই তানজানিয়ায় `মুয়ানাহালিসি` নামের একটি ট্যাবলয়েড দুই বছরের জন্য বন্ধ করে দেয়া হয়। সহিংসতা ছড়িয়ে দেয়া অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























