আকাশ জাতীয় ডেস্ক:
খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন আমদানি রপ্তানি-বাণিজ্য বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকবে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি জানান।
তিনি জানান, শনিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরে একদিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য সচল হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























