ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ড সফরের দলে ফজলে রাব্বি

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ড সফরের দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল থেকে সাকিব আল হাসানি ছুটি চাইলে সেটি মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সাকিবের পরিবর্তে এই দলে যুক্ত করা হলো ফজলে মাহমুদ রাব্বিকে।

এর আগে গত ৫ ডিসেম্বর দল ঘোষণার পরই নাটকীয়তা দেখা যায়। প্রায় এক ঘণ্টা পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির লিখিত আবেদন করেন সাকিব। পরে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ছুটি মঞ্জুর করেন।

ফজলে রাব্বি এখন অবধি কোনো টেস্ট খেলেননি। প্রথমবারের মতো তিনি সাদা পোশাকের দলে ডাক পেলেন। এর আগে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। তবে সম্প্রতি জাতীয় লিগে দারুণ কিছু পারর্ফম করে এই সুযোগ পেলেন।

এদিকে টেস্ট সিরিজ খেলতে বুধবার দিবাগত রাতে (০৯ ডিসেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত একটায় এমিরেটসের একটি ফ্লাইটে রওয়ানা হবে টাইগাররা।

এর আগে গত ৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজকে ঘিরে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ জানুয়ারি থেকে তাউরাঙ্গায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে। বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে দুটি টেস্টেরই খেলা শুরু হবে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ড সফরের দলে ফজলে রাব্বি

আপডেট সময় ০৭:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ড সফরের দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল থেকে সাকিব আল হাসানি ছুটি চাইলে সেটি মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সাকিবের পরিবর্তে এই দলে যুক্ত করা হলো ফজলে মাহমুদ রাব্বিকে।

এর আগে গত ৫ ডিসেম্বর দল ঘোষণার পরই নাটকীয়তা দেখা যায়। প্রায় এক ঘণ্টা পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির লিখিত আবেদন করেন সাকিব। পরে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ছুটি মঞ্জুর করেন।

ফজলে রাব্বি এখন অবধি কোনো টেস্ট খেলেননি। প্রথমবারের মতো তিনি সাদা পোশাকের দলে ডাক পেলেন। এর আগে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। তবে সম্প্রতি জাতীয় লিগে দারুণ কিছু পারর্ফম করে এই সুযোগ পেলেন।

এদিকে টেস্ট সিরিজ খেলতে বুধবার দিবাগত রাতে (০৯ ডিসেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত একটায় এমিরেটসের একটি ফ্লাইটে রওয়ানা হবে টাইগাররা।

এর আগে গত ৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজকে ঘিরে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ জানুয়ারি থেকে তাউরাঙ্গায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে। বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে দুটি টেস্টেরই খেলা শুরু হবে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।