ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

আইসিসির সেরার দৌঁড়ে বাংলাদেশের নাহিদা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের দৌঁড়ে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। নভেম্বরের সেরা হওয়ার প্রতিযোগিতায় তার সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলে ম্যাথিউস ও পাকিস্তানের আনাম আমিন। আর মাসসেরা ক্রিকেটারের পুরুষ ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের আবিদ আলী, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের টিম সাউদি।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলেই সেরার তালিকায় উঠে এসেছেন নাহিদা।

নভেম্বর মাসে মাত্র চারটি ওয়ানডে খেলে নিয়েছেন ১৩ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। আবার হারারেতে বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে নেন ২ উইকেট। যে ম্যাচটি জিতে নতুন উচ্চতায় পা রাখে বাংলাদেশের মেয়েরা। তার পথ ধরেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতাও অর্জন করে টাইগ্রেসরা।

তার প্রতিদ্বন্দ্বী আনাম ৩.০০ ইকোনমি রেটে ১৩ উইকেট নেন নভেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেট নিয়ে ওয়ানডে সিরিজের শীর্ষ বোলার ছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানি বোলার নেন চার উইকেট, যার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ রানে পান তিনটি।

গত জুলাইয়ে সতীর্থ অধিনায়ক স্টেফানি টেলরের সঙ্গে সেরা তিনে ছিলেন অলরাউন্ডার হেইলে ম্যাথিউস। চার ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স করে দ্বিতীয়বার মনোনীত হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ১৪১ রান করার সঙ্গে তিনি উইকেট নেন ৯টি। পাকিস্তানরে বিপক্ষে সিরিজ জয়ে প্রথম ম্যাচে করেন ৫৭ রান ও উইকেট নেন ৩১ রানে তিনটি। দ্বিতীয় ম্যাচেও পান ২৬ রানে চার উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

আইসিসির সেরার দৌঁড়ে বাংলাদেশের নাহিদা

আপডেট সময় ০৮:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের দৌঁড়ে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। নভেম্বরের সেরা হওয়ার প্রতিযোগিতায় তার সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলে ম্যাথিউস ও পাকিস্তানের আনাম আমিন। আর মাসসেরা ক্রিকেটারের পুরুষ ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের আবিদ আলী, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের টিম সাউদি।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলেই সেরার তালিকায় উঠে এসেছেন নাহিদা।

নভেম্বর মাসে মাত্র চারটি ওয়ানডে খেলে নিয়েছেন ১৩ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। আবার হারারেতে বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে নেন ২ উইকেট। যে ম্যাচটি জিতে নতুন উচ্চতায় পা রাখে বাংলাদেশের মেয়েরা। তার পথ ধরেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতাও অর্জন করে টাইগ্রেসরা।

তার প্রতিদ্বন্দ্বী আনাম ৩.০০ ইকোনমি রেটে ১৩ উইকেট নেন নভেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেট নিয়ে ওয়ানডে সিরিজের শীর্ষ বোলার ছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানি বোলার নেন চার উইকেট, যার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ রানে পান তিনটি।

গত জুলাইয়ে সতীর্থ অধিনায়ক স্টেফানি টেলরের সঙ্গে সেরা তিনে ছিলেন অলরাউন্ডার হেইলে ম্যাথিউস। চার ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স করে দ্বিতীয়বার মনোনীত হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ১৪১ রান করার সঙ্গে তিনি উইকেট নেন ৯টি। পাকিস্তানরে বিপক্ষে সিরিজ জয়ে প্রথম ম্যাচে করেন ৫৭ রান ও উইকেট নেন ৩১ রানে তিনটি। দ্বিতীয় ম্যাচেও পান ২৬ রানে চার উইকেট।