ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব

পরমাণু ইস্যুতে ইরানের খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলল জার্মানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু ইস্যুতে ইরানের দেয়া খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে জার্মান সরকার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরানের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি সম্প্রতি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করার কথা ঘোষণা করেছিলেন।

এসব প্রস্তাবের ব্যাপারে এই প্রথম ইউরোপের কোনো দেশ প্রতিক্রিয়া জানাল। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া কিংবা ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ করতে না পারার বিষয়টি চেপে গিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে দেশটির পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, জার্মানি এখনও কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান করতে চায় তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, আমরা ইরানের প্রস্তাবগুলো মনোযোগসহ পড়েছি ও পুরোপুরি বিশ্লেষণ করেছি। আমরা উপলব্ধি করেছি, এর আগের ছয় দফা আলোচনায় যতটুকু অগ্রগতি হয়েছিল তা থেকে ইরান পিছিয়ে গেছে।

জার্মানি এমন সময় এ অভিযোগ করল যখন ইরান গত কয়েকদিন ধরে বলে এসেছে, পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই আলোচিত খসড়া প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়র মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার তেহরানে বলেছেন, তার দেশ ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যা কিছু আছে তার চেয়ে বেশি কিছু দিতে পারবে না এবং ওই সমঝোতায় যা আছে তার চেয়ে কম কিছু গ্রহণ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

পরমাণু ইস্যুতে ইরানের খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলল জার্মানি

আপডেট সময় ০৬:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু ইস্যুতে ইরানের দেয়া খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে জার্মান সরকার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরানের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি সম্প্রতি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করার কথা ঘোষণা করেছিলেন।

এসব প্রস্তাবের ব্যাপারে এই প্রথম ইউরোপের কোনো দেশ প্রতিক্রিয়া জানাল। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া কিংবা ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ করতে না পারার বিষয়টি চেপে গিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে দেশটির পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, জার্মানি এখনও কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান করতে চায় তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, আমরা ইরানের প্রস্তাবগুলো মনোযোগসহ পড়েছি ও পুরোপুরি বিশ্লেষণ করেছি। আমরা উপলব্ধি করেছি, এর আগের ছয় দফা আলোচনায় যতটুকু অগ্রগতি হয়েছিল তা থেকে ইরান পিছিয়ে গেছে।

জার্মানি এমন সময় এ অভিযোগ করল যখন ইরান গত কয়েকদিন ধরে বলে এসেছে, পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই আলোচিত খসড়া প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়র মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার তেহরানে বলেছেন, তার দেশ ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যা কিছু আছে তার চেয়ে বেশি কিছু দিতে পারবে না এবং ওই সমঝোতায় যা আছে তার চেয়ে কম কিছু গ্রহণ করবে না।