ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

৬ ছবিতে উৎসবমুখর অক্টোবর

অাকাশ বিনোদন ডেস্ক:
বাংলাদেশের সিনেমা অনেকটা উৎসব কেন্দ্রিক হয়ে উঠছে! ঈদকে কেন্দ্র করে পরিচালক-প্রযোজকদের সিনেমা মুক্তি দেওয়ার জোর প্রস্তুতি শুরু হয়ে যায়। ঈদে অসংখ্য সিনেমার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা মুক্তি পায়। এ বছরের ঈদুল ফিতরে ৩টি ও ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল মাত্র ২টি চলচ্চিত্র। রমজানের ঈদে মুক্তি পাওয়া ৩টি সিনেমার মধ্যে দুটিই ছিল যৌথ প্রযোজনায় নির্মিত। দুই ঈদ ছাড়া বছরের অন্যান্য সময়ে সিনেমা মুক্তির সংখ্যা ছিল হাতেগোনা।
তবে অক্টোবর মাসের দৃশ্যপট একটু ভিন্ন হতে যাচ্ছে। ৬টি ছবি মুক্তি পাবে এ মাসে। এরমধ্যে কয়েকটি রয়েছে বড় বাজেটের। তাই এ মুহূর্তে অক্টোবরের দিকে চেয়ে আছেন চলচ্চিত্র কলাকুশলী ও সিনেমা-প্রেমীরা। ৬টি ছবি মুক্তি পাওয়ার বিষয়টি জানা গেল ছবিগুলোর সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে।
দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, ইমতিয়াজ আহমেদ বিজনের ‘মাটির প্রজার দেশে’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’, সারোয়ার হোসেনের ‘খাস জমিন’ ও মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ৬ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। এরইমধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতুহল আছে দর্শকদের মাঝে। ছবিটিতে আরিফিন শুভ, মাহীসহ অনেকেই অভিনয় করেছেন। অ্যাকশন ধাঁচের ছবিটির গল্প লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার।
পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ছবিটি দেশে মুক্তি পাওয়ার পর আগামী ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে বিশ্বের বিভিন্ন দেশে।’ ৬ অক্টোবর ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রটিও মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ইমতিয়াজ আহমেদ।
রাজেস ফিল্ম প্রযোজিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা মৌসুমী, বাপ্পী চৌধুরী,  বিদ্যা সিনহা মীমসহ অনেকে। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মনতাজুর রহমান আকবর।
বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ও সরোয়ার হোসেনের ‘খাস জমিন’ মুক্তি পাবে ২০ অক্টোবর। গত ৯ জুলাই কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর বোডের্র ছাড়পত্র পায় ‘গহীন বালুচর’। এদিকে, ‘খাস জমিন’ নির্মাতা সারোয়ার হোসেন বলেন, ‘আমার ছবির গল্পটি মৌলিক। ছবিতে সাইমন ও বিপাশা কবির অভিনয় করেছেন। ঢাকার সিনেপ্লেক্সসহ ভালো সিনেমা হলগুলোকে টার্গেট করেছি আমি।’
মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত আলোচিত ‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। শুধু বাংলাদেশেই নয়, একইসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পর্ণো মিত্র, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবির বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উত্সবে অংশ নিয়ে এরইমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে। ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী।’
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আগামী মাসে ৬টি ছবি মুক্তি পাবে। আমাদের চলচ্চিত্রের জন্য এটা বেশ ভালো খবর। পরপর এই ছবিগুলো মুক্তি পেলে সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়বে।’
এদিকে প্রযোজক-পরিবেশক সমিতির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু বলেন, ‘অনেকদিন পর এক মাসেই একাধিক বড় বাজেটের বেশকিছু ছবি মুক্তি পাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সত্যিই সুখবর। ভালোমানের ছবি মুক্তি পেলে এমনিতেই দর্শকের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আগ্রহ বাড়ে।’ তবে সিনেমাপ্রেমীরা বলছেন, ৬টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এটা বড় বিষয় না। কয়টি ছবি মানসম্মত হবে সেটাই দেখার বিষয়। ছবিগুলোর গ্রহণযোগ্যতা না থাকলে মুক্তির কোনো মানে থাকবে না।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ছবিতে উৎসবমুখর অক্টোবর

আপডেট সময় ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
অাকাশ বিনোদন ডেস্ক:
বাংলাদেশের সিনেমা অনেকটা উৎসব কেন্দ্রিক হয়ে উঠছে! ঈদকে কেন্দ্র করে পরিচালক-প্রযোজকদের সিনেমা মুক্তি দেওয়ার জোর প্রস্তুতি শুরু হয়ে যায়। ঈদে অসংখ্য সিনেমার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা মুক্তি পায়। এ বছরের ঈদুল ফিতরে ৩টি ও ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল মাত্র ২টি চলচ্চিত্র। রমজানের ঈদে মুক্তি পাওয়া ৩টি সিনেমার মধ্যে দুটিই ছিল যৌথ প্রযোজনায় নির্মিত। দুই ঈদ ছাড়া বছরের অন্যান্য সময়ে সিনেমা মুক্তির সংখ্যা ছিল হাতেগোনা।
তবে অক্টোবর মাসের দৃশ্যপট একটু ভিন্ন হতে যাচ্ছে। ৬টি ছবি মুক্তি পাবে এ মাসে। এরমধ্যে কয়েকটি রয়েছে বড় বাজেটের। তাই এ মুহূর্তে অক্টোবরের দিকে চেয়ে আছেন চলচ্চিত্র কলাকুশলী ও সিনেমা-প্রেমীরা। ৬টি ছবি মুক্তি পাওয়ার বিষয়টি জানা গেল ছবিগুলোর সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে।
দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, ইমতিয়াজ আহমেদ বিজনের ‘মাটির প্রজার দেশে’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’, সারোয়ার হোসেনের ‘খাস জমিন’ ও মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ৬ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। এরইমধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতুহল আছে দর্শকদের মাঝে। ছবিটিতে আরিফিন শুভ, মাহীসহ অনেকেই অভিনয় করেছেন। অ্যাকশন ধাঁচের ছবিটির গল্প লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার।
পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ছবিটি দেশে মুক্তি পাওয়ার পর আগামী ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে বিশ্বের বিভিন্ন দেশে।’ ৬ অক্টোবর ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রটিও মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ইমতিয়াজ আহমেদ।
রাজেস ফিল্ম প্রযোজিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা মৌসুমী, বাপ্পী চৌধুরী,  বিদ্যা সিনহা মীমসহ অনেকে। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মনতাজুর রহমান আকবর।
বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ও সরোয়ার হোসেনের ‘খাস জমিন’ মুক্তি পাবে ২০ অক্টোবর। গত ৯ জুলাই কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর বোডের্র ছাড়পত্র পায় ‘গহীন বালুচর’। এদিকে, ‘খাস জমিন’ নির্মাতা সারোয়ার হোসেন বলেন, ‘আমার ছবির গল্পটি মৌলিক। ছবিতে সাইমন ও বিপাশা কবির অভিনয় করেছেন। ঢাকার সিনেপ্লেক্সসহ ভালো সিনেমা হলগুলোকে টার্গেট করেছি আমি।’
মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত আলোচিত ‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। শুধু বাংলাদেশেই নয়, একইসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পর্ণো মিত্র, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবির বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উত্সবে অংশ নিয়ে এরইমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে। ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী।’
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আগামী মাসে ৬টি ছবি মুক্তি পাবে। আমাদের চলচ্চিত্রের জন্য এটা বেশ ভালো খবর। পরপর এই ছবিগুলো মুক্তি পেলে সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়বে।’
এদিকে প্রযোজক-পরিবেশক সমিতির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু বলেন, ‘অনেকদিন পর এক মাসেই একাধিক বড় বাজেটের বেশকিছু ছবি মুক্তি পাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সত্যিই সুখবর। ভালোমানের ছবি মুক্তি পেলে এমনিতেই দর্শকের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আগ্রহ বাড়ে।’ তবে সিনেমাপ্রেমীরা বলছেন, ৬টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এটা বড় বিষয় না। কয়টি ছবি মানসম্মত হবে সেটাই দেখার বিষয়। ছবিগুলোর গ্রহণযোগ্যতা না থাকলে মুক্তির কোনো মানে থাকবে না।