ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কোহলিরা?

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার এক বিবৃতিতে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে— সেগুলোর সূচি প্রকাশ করেছে। এই আট বছরে মোট আটটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে সংস্থাটি। সেখানে রয়েছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

টুর্নামেন্টগুলোর মধ্যে তিনটির আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (ইউএসএ) ও নামিবিয়া। আসর চক্রে ২৯ বছর পর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। ১৯৯৬ সালের পর এবার ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে বাবর-রিজওয়ানদের দেশ।

আর তাতেই প্রশ্ন উঠেছে, পাকিস্তান বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজন করলে সেখানে কি সব দেশ অংশ নিবে? আর এর চেয়েও বড় প্রশ্ন বুঝি, পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়ে! আসরটি বয়কট করবে নাকি সেখানে অংশ নিবে রোহিত-কোহলিরা?

এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা সম্প্রতি পাকিস্তান থেকে নিরাপত্তা ইস্যুতে সিরিজ শুরুর আগেই ফিরে গেছে নিউজিল্যান্ড। খেলতে আসেনি ইংল্যান্ডও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচও রাখা হয়নি দুটি দেশের। ভারত-পাকিস্তান ফাইনালে উঠলে তাদের জন্য নির্ধারিত হবে নিরপেক্ষ ভেন্যু। তাছাড়া ২০১২-১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি প্রতিবেশী দেশ দুটি। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। আর তাতেই এখনও বিচ্ছেদ রয়েছে দুদেশের ক্রিকেটে।

পাকিস্তানের মাটিতে ভারতের খেলা নির্ভর করছে ভারত সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর, বলেছেন অনুরাগ ঠাকুর।

তবে পাকিস্তানে ভারত খেলবে কিনা এমন প্রশ্নের উত্তর এখনই দিতে পারছেন না ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি মনে করেন ২০২৫ সালে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি খেলা।

অনুরাগ ঠাকুর বলেন, ‘সময় এলে ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা। বৈশ্বিক চ্যাম্পিয়নশিপের সময় সবদিক খতিয়ে দেখা হবে। অতীতে বহু দল নিরাপত্তা নিয়ে সংশয়ের জন্য পাকিস্তানে খেলতে যায়নি। এটা সবাই জানে যে, ওখানে খেলতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে খেলোয়াড়দেরও। এই বিষয়টার দিকে নজর দিতেই হবে।’

তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে খেলার শঙ্কা আবার উবে গেছে। সেখানে খেলার জন্য ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত পশ্চিমা দেশ। ওয়েস্ট ইন্ডিজও সফর করবে সেখানে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিও কি ২০০৯ সালের আসরের মতো শেষে সরিয়ে নেওয়া হবে নাকি সফলভাবে আসরটি আয়োজন করতে পারবে পাকিস্তান— এমন প্রশ্নের উত্তর পেতে অপেক্ষাই করতে হবে!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কোহলিরা?

আপডেট সময় ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার এক বিবৃতিতে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে— সেগুলোর সূচি প্রকাশ করেছে। এই আট বছরে মোট আটটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে সংস্থাটি। সেখানে রয়েছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

টুর্নামেন্টগুলোর মধ্যে তিনটির আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (ইউএসএ) ও নামিবিয়া। আসর চক্রে ২৯ বছর পর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। ১৯৯৬ সালের পর এবার ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে বাবর-রিজওয়ানদের দেশ।

আর তাতেই প্রশ্ন উঠেছে, পাকিস্তান বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজন করলে সেখানে কি সব দেশ অংশ নিবে? আর এর চেয়েও বড় প্রশ্ন বুঝি, পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়ে! আসরটি বয়কট করবে নাকি সেখানে অংশ নিবে রোহিত-কোহলিরা?

এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা সম্প্রতি পাকিস্তান থেকে নিরাপত্তা ইস্যুতে সিরিজ শুরুর আগেই ফিরে গেছে নিউজিল্যান্ড। খেলতে আসেনি ইংল্যান্ডও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচও রাখা হয়নি দুটি দেশের। ভারত-পাকিস্তান ফাইনালে উঠলে তাদের জন্য নির্ধারিত হবে নিরপেক্ষ ভেন্যু। তাছাড়া ২০১২-১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি প্রতিবেশী দেশ দুটি। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। আর তাতেই এখনও বিচ্ছেদ রয়েছে দুদেশের ক্রিকেটে।

পাকিস্তানের মাটিতে ভারতের খেলা নির্ভর করছে ভারত সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর, বলেছেন অনুরাগ ঠাকুর।

তবে পাকিস্তানে ভারত খেলবে কিনা এমন প্রশ্নের উত্তর এখনই দিতে পারছেন না ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি মনে করেন ২০২৫ সালে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি খেলা।

অনুরাগ ঠাকুর বলেন, ‘সময় এলে ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা। বৈশ্বিক চ্যাম্পিয়নশিপের সময় সবদিক খতিয়ে দেখা হবে। অতীতে বহু দল নিরাপত্তা নিয়ে সংশয়ের জন্য পাকিস্তানে খেলতে যায়নি। এটা সবাই জানে যে, ওখানে খেলতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে খেলোয়াড়দেরও। এই বিষয়টার দিকে নজর দিতেই হবে।’

তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে খেলার শঙ্কা আবার উবে গেছে। সেখানে খেলার জন্য ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত পশ্চিমা দেশ। ওয়েস্ট ইন্ডিজও সফর করবে সেখানে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিও কি ২০০৯ সালের আসরের মতো শেষে সরিয়ে নেওয়া হবে নাকি সফলভাবে আসরটি আয়োজন করতে পারবে পাকিস্তান— এমন প্রশ্নের উত্তর পেতে অপেক্ষাই করতে হবে!