ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ঘন ঘন নেইলপলিশে নখের ক্ষতি

আকাশ নিউজ ডেস্ক:

চুলের মতো নখও নারীর অন্যতম একটি সৌন্দর্য। নখ হাতের সৌন্দর্য বৃদ্ধি করে। চুলের পরিচর্যার পাশাপাশি তাই নখের পরিচর্যা ও সাজ আবশ্যক। তবে, সাজের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যা না মানলে নখের সৌন্দর্যহানি হতে পারে।

নখ সুন্দর রাখতে গেলে যা খুশি তা দিয়ে নখ কাটা কিংবা ভেঙে ফেলা উচিত নয়। দাঁত দিয়েও নখ কাটা উচিত নয়। পরিচর্চার সঙ্গে সঙ্গে সবসময় নেইলপলিশ লাগানোও উচিৎ নয়।

বিশেষজ্ঞরা বলছেন, নখ ভালো লাখতে চাইলে নেইলপলিশ পরিবর্তন করার পূর্বে অন্তত ৩ দিন গ্যাপ রাখতে হবে। নখ সাদা এবং পরিষ্কার রাখার দরকার আছে। অনেকেই এমন আছেন যারা বারংবার শেড পরিবর্তন করতেই থাকেন। কখনও কখনও এক মাস নখে নেইলপলিশ পরে থাকেন। এতে বলা উচিত, নখের শ্বাস নেওয়ার ক্ষমতা থাকে না। নখ সহজেই ভেঙে যায়, পাতলা হয়, এবং মাঝে মধ্যেই এতে সাদা ভাব দেখা যায়।

যে কারণে বিরতি দরকার :

বহুদিন নেইলপলিশ পরে থাকলে, সেটি নখের নরম স্তরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিবর্ণতা সৃষ্টি করে। নখের বিভক্তি দেখা যায় এবং অনেক সময় খোসার মত আলাদা আস্তরণ দেখা যায়।

সোক অফ জেল কিংবা ম্যানিকিউর অথবা ডিপ পাউডার ম্যানিকিউর কিন্তু নখের পক্ষে নেইলপলিশের থেকেও খারাপ। জেল নখের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া ঘটায়, ফলেই নখ সহজেই শুকিয়ে যায় এবং নখ সহজেই পচে যেতে পারে বা ভেঙে যেতে পারে।

গবেষণা বলেছে, দীর্ঘসময় ধরে নখে নেলপালিশ পরে থাকার কারণে ডিহাইড্রেশন হতে পারে এবং খোসা অপসারণের মতই নখ খুলে আসতে পারে।

অনেকেই বলেন, নখের নেইলপলিশ সহজে এর ভেতরে অক্সিজেন সরবরাহ হতে দেয় না। পুষ্টি গ্রহণ করতে বাধা দেয় তাই সেই কারণে নখে জ্বালা সৃষ্টি হয়।

নখের সৌন্দর্য এবং স্থায়ীত্ব বাড়াতে প্রয়োজন মতো ইমোলিয়েন্ট ব্যবহার করা ভালো। অথবা প্রাকৃতিক উপায়ে নির্মিত অ্যাসিটন রিমুভের ব্যবহার করা যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ঘন ঘন নেইলপলিশে নখের ক্ষতি

আপডেট সময় ১১:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

আকাশ নিউজ ডেস্ক:

চুলের মতো নখও নারীর অন্যতম একটি সৌন্দর্য। নখ হাতের সৌন্দর্য বৃদ্ধি করে। চুলের পরিচর্যার পাশাপাশি তাই নখের পরিচর্যা ও সাজ আবশ্যক। তবে, সাজের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যা না মানলে নখের সৌন্দর্যহানি হতে পারে।

নখ সুন্দর রাখতে গেলে যা খুশি তা দিয়ে নখ কাটা কিংবা ভেঙে ফেলা উচিত নয়। দাঁত দিয়েও নখ কাটা উচিত নয়। পরিচর্চার সঙ্গে সঙ্গে সবসময় নেইলপলিশ লাগানোও উচিৎ নয়।

বিশেষজ্ঞরা বলছেন, নখ ভালো লাখতে চাইলে নেইলপলিশ পরিবর্তন করার পূর্বে অন্তত ৩ দিন গ্যাপ রাখতে হবে। নখ সাদা এবং পরিষ্কার রাখার দরকার আছে। অনেকেই এমন আছেন যারা বারংবার শেড পরিবর্তন করতেই থাকেন। কখনও কখনও এক মাস নখে নেইলপলিশ পরে থাকেন। এতে বলা উচিত, নখের শ্বাস নেওয়ার ক্ষমতা থাকে না। নখ সহজেই ভেঙে যায়, পাতলা হয়, এবং মাঝে মধ্যেই এতে সাদা ভাব দেখা যায়।

যে কারণে বিরতি দরকার :

বহুদিন নেইলপলিশ পরে থাকলে, সেটি নখের নরম স্তরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিবর্ণতা সৃষ্টি করে। নখের বিভক্তি দেখা যায় এবং অনেক সময় খোসার মত আলাদা আস্তরণ দেখা যায়।

সোক অফ জেল কিংবা ম্যানিকিউর অথবা ডিপ পাউডার ম্যানিকিউর কিন্তু নখের পক্ষে নেইলপলিশের থেকেও খারাপ। জেল নখের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া ঘটায়, ফলেই নখ সহজেই শুকিয়ে যায় এবং নখ সহজেই পচে যেতে পারে বা ভেঙে যেতে পারে।

গবেষণা বলেছে, দীর্ঘসময় ধরে নখে নেলপালিশ পরে থাকার কারণে ডিহাইড্রেশন হতে পারে এবং খোসা অপসারণের মতই নখ খুলে আসতে পারে।

অনেকেই বলেন, নখের নেইলপলিশ সহজে এর ভেতরে অক্সিজেন সরবরাহ হতে দেয় না। পুষ্টি গ্রহণ করতে বাধা দেয় তাই সেই কারণে নখে জ্বালা সৃষ্টি হয়।

নখের সৌন্দর্য এবং স্থায়ীত্ব বাড়াতে প্রয়োজন মতো ইমোলিয়েন্ট ব্যবহার করা ভালো। অথবা প্রাকৃতিক উপায়ে নির্মিত অ্যাসিটন রিমুভের ব্যবহার করা যেতে পারে।