অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক মহিলা ‘স্যুইসাইড বম্বার’ এই হামলা চালায়। স্থানীয় মিলিশিয়ার দাবি, হামলাকারী মহিলা বোকো হারামের জিহাদি। নাইজেরিয়ার এই জঙ্গি সংগঠনটি হামলার দায় স্বীকারও করে।
ঘটনাটি ঘটেছে মইদুগুরি থেকে ৯০ কিলোমিটার দূরে, দিকওয়া শহরের এক মসজিদে। লোকাল মিলিশিয়ার নেতা ইব্রাহিম লিমান জানান, হতাহতরা ভোরে মসজিদে প্রার্থনা করতে এসেছিলেন। সেসময় ওই মহিলা বোমারু বিস্ফোরণ ঘটায়।
এদিকে, সেনা দাবি করেছে বোকো হারামের জঙ্গিরা আর একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। তাতে অবশ্যে কেউ হতাহত হয়নি। তবে, ভয়ে দোকানপাট বন্ধ হয়ে যায়। গত আট বছরে উত্তরপূর্ব নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। ভয়ে ঘরছাড়া ২৬ লাখ মানুষ।
আকাশ নিউজ ডেস্ক 
























