অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আমরা ত্রাণ নিয়ে তামাশা করতে আসিনি। তামাশা করতে এসেছে বিএনপি। এছাড়া রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মেডিকেল কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা এখন জাতীয় ঐক্য হয়ে গেছে। রোহিঙ্গা সংকট যতদিন আছে, আওয়ামী লীগ সরকার ততদিন তাদের পাশে থাকবে।
বিএনপি রোহিঙ্গা ইস্যুর সমাধান চায় না, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে তামাশা করতে চায়। ঢাকায় এসি রুমে বসে সরকারের সমালোচনা করা ছাড়া আর কিছু করার নেই তাদের।
আকাশ নিউজ ডেস্ক 



















