আকাশ স্পোর্টস ডেস্ক:
জেমি ডের দায়িত্ব শেষ হওয়ার পর সাফ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন অস্কার ব্রুজোন। এরপর নতুন কোচ হিসেবে ম্যারিও ল্যামোসকে পায় জামাল ভূঁইয়ারা। আগামীকাল থেকেই নিজের দায়িত্ব শুরু করবেন এই পর্তুগিজ কোচ। আর প্রথম ম্যাচেই জয় পেতে চান তিনি।
আগামীকাল শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতি ফুটবল টুর্নামেন্ট মাঠে নামছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ সিশিলিস। আর এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে ল্যামোসের। প্রথম ম্যাচেই জয় পেতে চান তিনি।
এ বিষয়ে কথা বলতে গিয়ে এই পর্তুগিজ কোচ বলেন, ‘টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল জয় পেতে চাই।’ সাফের স্কোয়াড থেকে নেই অনেকে আবার এক সঙ্গে অনুশীলনও হয়নি বেশি দিন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠেছিল। এর প্রেক্ষিতে ল্যামোস বলেন, ‘সাফের অনেকে নেই। অনুশীলনও খুব স্বল্প দিন হয়েছে। তবে আমরা টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’
আকাশ নিউজ ডেস্ক 
























