আকাশ বিনোদন ডেস্ক :
দীপাবলি উপলক্ষে দুই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন টলিউড নায়ক যশ দাশগুপ্ত। উৎসবটিকে ঘিরে গোটা পরিবার সেজেছিল বেগুনি পোশাকে। নুসরাত থেকে যশ এবং যশের দুই ছেলে সবাই রং মিলিয়ে জামা পরেছিলেন। তবে, ছোট্ট ঈশানের ছবি সামনে আসার পর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। সে কার মতো দেখতে, তা নিয়েই চলছে বিতর্ক!
সোশ্যাল মিডিয়ায় যশ যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, বড় ভাইয়ের কোলে শুয়ে আছে ছোট্ট ঈশান। নুসরাতপুত্র ঘুমিয়ে থাকলেও যশের ছেলে হাঁ করে দেখছে ছোট ভাইকে।
যশের বড় ছেলে রেয়াংশের বয়স ৯ বছর। কিন্তু এতদিন লাইমলাইট থেকে তাকে দূরেই রেখেছিলেন অভিনেতা। কালীপূজার রাতে দুই ছেলের ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি! সেই ছবিতে প্রথম দেখা মিলল ঈশানের মুখ।
‘ব্রাদারস লাভ’ ক্যাপশনে দুই ছেলের ছবি শেয়ার করেছেন যশ। খুদের ছবি দেখে কারও কারও মত নুসরাতের ছেলেকে মায়ের মতোই দেখতে হয়েছে। বিশেষ করে চোখ দুটো। অনেকে আবার বড় ভাই রেয়াংশের সঙ্গেও মুখের মিল খুঁজে পেয়েছেন। অনেকে আবার বাবা যশের মতো বলেছেন ঈশানকে।
এর আগে বৃহস্পতিবার বিকালে নুসরাত জাহানও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছেলে ঈশানের ছবি শেয়ার করেন। তবে সেখানে ঈশানের মুখ দেখা যাচ্ছিল না! কিন্তু রাখঢাক করেননি বাবা যশ। অনুাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দুই ছেলের ছবি।
গত ২৬ আগস্ট মা হয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরাত। তারপর থেকে অভিনেত্রীর ছেলের ছবি দেখার জন্য হা-পিত্যেশ করে বসেছিল নেটপাড়ার একটা অংশ। দীপাবলিতেই নিজের ভক্তদের সেই সাধ পূরণ করে দিলেন যশ-নুসরাত!
অনেক সমালোচনা মাথায় নিয়ে ছেলে ঈশানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। প্রকাশ করছিলেন না বাবার পরিচয়। তবে সবারই ধারণা ছিল, ঈশানের বাবা যশই। যেহেতু এই অভিনেতার সঙ্গেই দীর্ঘদিন ধরে থাকছেন অভিনেত্রী। পরে নুসরাতেই কবুল করেন সবকিছু। জানান, যশই তার সন্তানের বাবা।
এছাড়া নুসরাত মা হচ্ছেন শুনে আগেই যেহেতু নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন নায়িকার সাবেক স্বামী নিখিল জৈন। তিনি বলেছিলেন, এ সন্তানের বাবা তিনি নন। তখনই অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল ঈশানের বাবার পরিচয়। এখন তো সবকিছু প্রকাশও হয়ে গেছে। তবে নিজেদের বিয়ের ব্যাপারটা এখনও পরিষ্কার করেননি নুসরাত বা যশ।
আকাশ নিউজ ডেস্ক 
























