আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের শুরুতে গতির কারণে সবার নজরে এসেছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে গতির পাশাপাশি বোলিং এসেছে বৈচিত্র্য। তাসকিনের পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স।
বাংলাদেশের এই পেস বোলারকে নিয়ে উইলবিন্স বলেন, ‘তাসকিনের বলে গতি রয়েছে। সে ফিটনেস নিয়েও কাজ করেছে। আপনি যদি তার বডির ওপরের দিকে তাকান দেখবেন সে শক্তিশালী এবং পা দুটোতেও বেশ শক্তি রয়েছে। সুতরাং, সে গতি নিয়ে কাজ করেছে। সে প্রতিনিয়ত ১৪০-১৪২ কিমি গতিতে বল করতে পারে পাশাপাশি এখনও জোরে বল করা শিখছে।’
তিনি আরও বলেন, ‘ওমানে (প্রথম পর্বে) তাকে খুব কাছ থেকে দেখেছি। সে স্লোয়ারটাও রপ্ত করতে পেরেছে এবং ইনসুইং করাতে পারেন। যে কারণে আমার কাছে মনে হয় সে খুবই চিন্তাশীল বোলার।’
তাসকিনের প্রশংসা করে ধারাভাষ্যকার বলেন,‘সে (তাসকিন) টপ অর্ডার ব্যাটারদের জন্য বিপজ্জনক হতে পারে ও তার বোলিংয়ের পেসেও পরিবর্তন আনতে পারে। আমার মনে হয় সে খুবই ভালো লিডিং বোলার হয়ে উঠেছে।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট হলেও বল হাতে প্রথমদিকে প্রোটিয়াদেরও বেশ চাপেই রেখেছিল বাংলাদেশের বোলাররা। বিশেষ করে তাসকিন আহমেদের বল খেলতেই পারছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এদিন ৪ ওভারে মাত্র ১৮ রানের খরচায় ২ উইকেট নেন তাসকিন।
আকাশ নিউজ ডেস্ক 

























