অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী যা বলেন, না তা করেন আর যা বলেন, তা করেন না। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইয়ূথ ফোরামের এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, এখন ১০ টাকায় একটি খালি বস্তা পাওয়া যায়। আর প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেছেন ১০ টাকা ১ কেজি চাল খাওয়াবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সরে যান, পদত্যাগ করেন অথবা ছুটিতে যান তাহলে দেশে একটি ভাল নির্বাচন করা সম্ভব।
তিনি আরো বলেন, এরশাদের সামরিক শাসনসহ সকল শাসনকে তিনি সমর্থন করেছেন। এছাড়া ভয়েস অব আমেরিকাকে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী মিথ্যার আশ্রয় নিয়েছেন। সত্যকে গোপন করেছেন।
এছাড়া দুদু দাবি করেন, শেখ হাসিনা সামরিক শাসনকে পছন্দ করেন। গণতান্ত্রিক শাসন তিনি খুব একটা পছন্দ করেন না।
আকাশ নিউজ ডেস্ক 

























