আকাশ জাতীয় ডেস্ক:
বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খোলার সময় বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের (সচিবালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা) সিনিয়র সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্য আমদানি করার জন্য খাদ্য মন্ত্রণালয় গত আগস্ট মাসের ১৭ এবং ১৮ তারিখ এলসি খোলার জন্য অনুমোদন দেওয়া হয়।
বেসরকারিভাবে নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানসমূহের অনুকূলে বরাদ্দকৃত চাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে ৭ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানো হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চাল আমদানির ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে এলসি সম্পর্কিত যেকোনো তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ইমেইলে (sasep@mofood.gov.bd) জানাতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে তার ব্যাংক রপ্তানিকারককে পণ্যমূল্য পরিশোধের যে নিশ্চয়তা দেয় সেটাই হচ্ছে এলসি বা ঋণপত্র।
আকাশ নিউজ ডেস্ক 

























