আকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এছানুল হক ফাহিম (১৯) নামে মসজিদের এক ইমামের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ঈশ্বরগ্রামে গত ৯ আগস্ট রাত ৯টার দিকে ধর্ষণ চেষ্টা করে এছানুল হক (১৯) নামে মসজিদের এক ইমাম। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বুধবার সকালে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম। তিনি মামলার বরাত দিয়ে জানান, অভিযুক্ত এছানুল হক ভিকটিমের বাড়িতে দুই ভাইবোনকে আরবি পড়াতে আসতেন। একপর্যায়ে গত ৯ আগস্ট রাত ৯টার দিকে বাড়ির উঠানে ওই শিশুর মুখে হাত চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির ডাকচিৎকারে অভিযুক্ত এছানুল পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ইমাম এছানুল হককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 























