ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

ছয় মাসের মধ্যে টিকা উৎপাদনে যেতে জোরালো সুপারিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ছয় মাসের মধ্যে সরকারি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জোরালো সুপারিশ এসেছে সংসদীয় কমিটির কাছ থেকে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। একই সঙ্গে টিকা উৎপাদনের ক্ষেত্রে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি করার জন্যও সুপারিশ করেছে কমিটি।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, আমরা আজকের বৈঠকে এ বিষয়ে জোরালোভাবে বলেছি। আগামী ছয় মাসের মধ্যে এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে।’

বাংলাদেশে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা বোতলজাতকরণ ও সরবরাহের জন্য ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের পরদিন কমিটির কাছ থেকে এ সুপারিশ এলো।

সংসদীয় কমিটির বৈঠকে অংশ নেওয়া এক সদস্য বলেন, ‘কমিটির বৈঠকে আমরা বলেছি, করোনাভাইরাসের টিকা উৎপাদন নিয়ে যাতে বেসরকারি প্রতিষ্ঠানের লাভের কথা ভাবা না হয়। টিকা আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এখানে কোনো মহল যাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লাভ দেওয়ার চিন্তা না করে।’

চুক্তি হলেও গত মার্চে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করে দিলে সংকট কাটাতে বিভিন্ন উৎস্য থেকে টিকা পেতে তোরজোড় শুরু করে সরকার। গত এপ্রিলে জরুরিভাবে দেশে সিনোফার্ম ও রাশিয়ার স্পুৎনিক-ভি টিকার অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি দেশেই টিকা উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু হয় সরকার।

ইতোমধ্যে বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দেড় কোটি ডোজের বিষয়ে চুক্তিও হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের মধ্যে টিকা উৎপাদনে যেতে জোরালো সুপারিশ

আপডেট সময় ০৫:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ছয় মাসের মধ্যে সরকারি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জোরালো সুপারিশ এসেছে সংসদীয় কমিটির কাছ থেকে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। একই সঙ্গে টিকা উৎপাদনের ক্ষেত্রে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি করার জন্যও সুপারিশ করেছে কমিটি।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, আমরা আজকের বৈঠকে এ বিষয়ে জোরালোভাবে বলেছি। আগামী ছয় মাসের মধ্যে এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে।’

বাংলাদেশে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা বোতলজাতকরণ ও সরবরাহের জন্য ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের পরদিন কমিটির কাছ থেকে এ সুপারিশ এলো।

সংসদীয় কমিটির বৈঠকে অংশ নেওয়া এক সদস্য বলেন, ‘কমিটির বৈঠকে আমরা বলেছি, করোনাভাইরাসের টিকা উৎপাদন নিয়ে যাতে বেসরকারি প্রতিষ্ঠানের লাভের কথা ভাবা না হয়। টিকা আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এখানে কোনো মহল যাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লাভ দেওয়ার চিন্তা না করে।’

চুক্তি হলেও গত মার্চে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করে দিলে সংকট কাটাতে বিভিন্ন উৎস্য থেকে টিকা পেতে তোরজোড় শুরু করে সরকার। গত এপ্রিলে জরুরিভাবে দেশে সিনোফার্ম ও রাশিয়ার স্পুৎনিক-ভি টিকার অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি দেশেই টিকা উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু হয় সরকার।

ইতোমধ্যে বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দেড় কোটি ডোজের বিষয়ে চুক্তিও হয়েছে।