আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মাদকসহ গ্রেপ্তার মরিয়ম আক্তার মৌয়ের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকের মামলায় তিন দিনের রিমান্ড শেষে মৌকে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার মাদকের মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক প্রবীর কুমার ঘোষ আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি মৌয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রবিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। তার দেওয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই মডেলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন উভয়ের নামে মাদক মামলা দায়ের করে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 



















