ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

লিটনের ১০০, বাংলাদেশের ২০০

আকাশ স্পোর্টস ডেস্ক:

হারারেতে প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস তুলে নিয়েছেন নিজের চতুর্থ সেঞ্চুরি। সেই সুবাদে বড় সংগ্রহের দিকেই এগাচ্ছে সফররত বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারের কোনো রান তুলতে পারেননি দুই ওপেনার। তৃতীয় ওভারে মুজারাবানির বলে কটবিহাইন্ড হন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে ইতিবাচক ব্যাটিংই শুরু করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু রান তুলতে ব্যস্ত হয়ে গিয়ে ১৯ রানে ফেরেন তিনিও। এবারো ঘাতক ওই মুজারাবানিই। এরপর দলের হয়ে ভালো কিছু করতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। আউট হওয়ার পূর্বে করেন ১৯ রান। আর মোসাদ্দেক করেছেন ১৫ বলে ১৫ রান।

চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন লিটন দাস। এ সময় দুজন মিলে গড়েন ৯৩ রানের জুটি গড়েছেন। আর তাতেই চাপ সামলে বড় স্কোরের দিকেই এগোতে থাকে। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ব্যক্তিগত ৩৩ রানে।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা লিটন কুমার দাস তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। শতরান তুলতে খেলেছেন ১১০ বল। তাতে ছিল ৮টি চারের মার। এখন ১০১ রানে লিটন এবং ১২ রানে আফিফ হোসেন অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিটনের ১০০, বাংলাদেশের ২০০

আপডেট সময় ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

হারারেতে প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস তুলে নিয়েছেন নিজের চতুর্থ সেঞ্চুরি। সেই সুবাদে বড় সংগ্রহের দিকেই এগাচ্ছে সফররত বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারের কোনো রান তুলতে পারেননি দুই ওপেনার। তৃতীয় ওভারে মুজারাবানির বলে কটবিহাইন্ড হন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে ইতিবাচক ব্যাটিংই শুরু করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু রান তুলতে ব্যস্ত হয়ে গিয়ে ১৯ রানে ফেরেন তিনিও। এবারো ঘাতক ওই মুজারাবানিই। এরপর দলের হয়ে ভালো কিছু করতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। আউট হওয়ার পূর্বে করেন ১৯ রান। আর মোসাদ্দেক করেছেন ১৫ বলে ১৫ রান।

চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন লিটন দাস। এ সময় দুজন মিলে গড়েন ৯৩ রানের জুটি গড়েছেন। আর তাতেই চাপ সামলে বড় স্কোরের দিকেই এগোতে থাকে। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ব্যক্তিগত ৩৩ রানে।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা লিটন কুমার দাস তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। শতরান তুলতে খেলেছেন ১১০ বল। তাতে ছিল ৮টি চারের মার। এখন ১০১ রানে লিটন এবং ১২ রানে আফিফ হোসেন অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।