আকাশ জাতীয় ডেস্ক:
ভারতে নারী পাচারকাণ্ডের হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে ‘টিকটক হৃদয় বাবু’র সহযোগী ও মগবাজারের শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৩ এর একটি টিম। তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এএসপি আ ন ম ইমরান খান আরও জানান, ২০১৬ সালের ১১ মে রাতে মগবাজার চেয়ারম্যান গলিতে আরিফ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হিরো অনিকসহ চার-পাঁচজন আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আকাশ নিউজ ডেস্ক 




















