অাকাশ জাতীয় ডেস্ক:
নির্বাচন কমিশন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপসূচি নির্ধারণ করেছে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে ৯ অক্টোবর, বিএনপির সঙ্গে ১৫ অক্টোবর ও আওয়ামী লীগের সঙ্গে ১৮ অক্টোবর সংলাপে বসবে নির্বাচন কমিশন। এছাড়া নিবন্ধিত ৪০টি দলের সঙ্গে ১৯ অক্টোবরের মধ্যে এবং নারী নেত্রী, পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে অক্টোবরের মধ্যে সংলাপ শেষ করা হবে বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন।
তিনি আরো বলেন, এ পর্যন্ত ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গত ৩১ জুলাই সুশীল সমাজ, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের পর ২৪ অগাস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে ইসি।
আকাশ নিউজ ডেস্ক 




















