আকাশ জাতীয় ডেস্ক:
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৯২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২১৬৮ ও ১২৮৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৭২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৪টি কোম্পানির এবং দর কমেছে ৩০৬টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৯৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি ১৭ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আকাশ নিউজ ডেস্ক 

























