আকাশ নিউজ ডেস্ক:
৬০ বছরের বৃদ্ধের মস্তিষ্ক থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হলো ক্রিকেট বলের আকারের ব্ল্যাক ফাঙ্গাস।
শুক্রবার ভারতের ইন্দিরা গান্ধী মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের (আইজিআইএমএস) চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে এ ব্ল্যাক ফাঙ্গাস বের করে আনেন।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, পাটনার জামুই এলাকার বাসিন্দা অনিল কুমারের এ অস্ত্রোপচার চলে টানা তিন ঘণ্টা ধরে। চিকিৎসকদের দাবি, অনিল এখন সুস্থ হওয়ার পথে।
শনিবার আইজিআইএমএসের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. মনীশ মণ্ডল বলেন, মস্তিষ্কের ভেতরে এ রকম ভয়ঙ্কর আকার নেওয়া কোনো শ্লেষ্মার (Mucormycosis) খবর আগে পাওয়া যায়নি।
ডা. মণ্ডল বলেন, রোগীর সিটিস্ক্যান এবং এমআরআই পরীক্ষায় দেখা গেছে, তার মস্তিষ্ক মারাত্মকভাবে শ্লেষ্মায় আক্রান্ত হয়েছে। একটি ক্রিকেট বলের আকারের ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও তার মস্তিষ্ক থেকে প্রায় ১০০ মিলিগ্রাম টিউমার বের করা হয়।
তিনি আরও বলেন, ডা. ব্রজেশ কুমারের নেতৃত্বে চিকিৎসকের দল সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। এতে রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হয়নি।
ডা. ব্রজেশের দাবি, ছত্রাকটি রোগীর নাক দিয়ে প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্কের সম্মুখভাগে প্রবেশ করেছিল। এটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তিনি মৃগীতে আক্রান্ত হন।
দুই সপ্তাহ আগে অনিল করোনাপরবর্তী সমস্যায় পড়েন। মাঝে মধ্যেই সাময়িক অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইজিআইএমএস-হাসপাতালে ভর্তি করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























