আকাশ জাতীয় ডেস্ক:
আগামী ৫-১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে গাজীপুর সিভিল সার্জন আয়োজিত জেলা সাংবাদিক ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে সভাকক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, ডা. রুবানা খান, মো. নুরুল ইসলাম প্রমুখ।
সভায় অবহিত করা হয় যে, আগামী ৫-১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গাজীপুর জেলায় ৬-১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৪ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লাখ ৫০ হাজার ৬৭৯ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন কেন্দ্র থাকবে ১ হাজার ৪২৯টি।
আকাশ নিউজ ডেস্ক 



















