আকাশ জাতীয় ডেস্ক:
চীন থেকে করোনাভাইরাসের টিকার প্রথম চালান আনতে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ঢাকা ছেড়েছে।
মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বিমানটি ঢাকা থেকে চীনের উদেশ্যে রওনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের ৫ লাখ টিকা আনতে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
১২ মে ঢাকায় চীনা টিকার চালান এসে পৌঁছাবে। ইতোমধ্যেই ঢাকার চীনা দূতাবাস থেকে এই টিকার চালান পৌঁছানোর তারিখ নিশ্চিত করেছে। চীন সরকার বাংলাদেশকে প্রায় ৬ লাখ টিকা উপহার দিচ্ছে। চীন থেকে পাওয়া উপহারের টিকা আগে ঢাকায় আসবে। তবে পরবর্তীতে চীন থেকে টিকা কিনে আনা হবে।বাংলাদেশে অবস্থিত চীনা নাগরিকরা এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।
বাংলাদেশে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক বিভিন্ন প্রকল্পে কাজ করেন। বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের টিকা দেওয়ার ব্যবস্থা করলেও চীনা নাগরিকরা তার নিজ দেশের টিকা নিতেই আগ্রহী। সে কারণে চীনা নাগরিকরা অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবেন।
আকাশ নিউজ ডেস্ক 



















