আকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার আরমান মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার আদাঐর ইউনিয়নের গেয়ালনগর গ্রামের সোহরাব মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৬ মে) বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে একটি বাসার বাথরুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সেখানেই তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
আরমানের পরিবার সূত্রে জানা গেছে, ১০ ভাই-বোনের মধ্যে আরমান সবার ছোট। দুই বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে একটি চায়ের দোকানে চাকরি করতেন।
আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, দক্ষিণ আফ্রিকায় আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাটি তার পরিবারের লোকজনের কাছ থেকে জেনেছি। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ওই দেশেই আরমানের মরদেহ দাফন করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























