আকাশ স্পোর্টস ডেস্ক:
কক্সবাজারের রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী দিনে কক্সবাজার জেলা ফুটবল একাডেমিকে ৫-১ গোলে হারিয়ে জয় লাভ করেছে চকরিয়া শেখ জামাল ক্লাব।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চকরিয়া শেখ জামাল ক্লাবের কামরুল হাসান রফিক (৫ নম্বর জার্সি)।
এর আগে শুক্রবার বিকেল ৪টায় রামু স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ।
উদ্বোধনী ম্যাচের সূচনা করেন রামুর কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অরূপ কুমার চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো
আয়োজকরা জানান, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ১৬টি ফুটবল দল এতে অংশ নিচ্ছে।
খেলা পরিচালনা করেন রেফারি আবুল কাশেম কুতুবী, সুমন দে, বোরহান উদ্দিন, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন কামরুল আহসান সোহেল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নীতিশ বড়ুয়া ও সুশান্ত পাল বাচ্চু।
আকাশ নিউজ ডেস্ক 

























