অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সাত্তারের উপর বর্বারেচিত ভাবে হত্যার চেষ্টা ও লাঞ্ছিত করার প্রতিবাদে অভিযুক্ত ফারুক বিল্লাহ সহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মহেশপুরের মুক্তিযোদ্ধারা।
রোববার বেলা ১১টায় উপজেলার সকল মুক্তিযোদ্ধারা এক হয়ে মহেশপুর থানার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এর আগে একটি বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলার সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার কাজী আব্দুস সাত্তার, মোস্তফা মাস্টার, আব্দুর রহমান,ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, মিকাইল হোসেন,শ্যামকুড় কমান্ডার তসলিম উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য শেখ হাসেম ও এম এ আসাদ।
বক্তবারা অভিযোগ করেন গত ৭ সেপ্টেম্বর ৬ নং নেপা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুস সাত্তারের উপর ফারুক বিল্লাহ ও তার পিতা কামরুজ্জামানসহ ৪/৫ জন মারপিট করে ও শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ তাকে আটক করলেও আদালত থেকে জামিনে সে বেরিয়ে এসে আবার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় তারা উদ্বিগ্ন।
আকাশ নিউজ ডেস্ক 




















