অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটো কনভয়ের ওপর তালেবানের আত্মঘাতি হামলায় রোমানিয়ার এক সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। কর্মকর্তারা শনিবার এ কথা জানান। খবর এএফপি’র।
শুক্রবার কান্দাহার প্রদেশের দামান জেলার মধ্যদিয়ে ন্যাটো সৈন্য বহর যাওয়ার সময়ে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে হতাহত সকলেই রোমানিয়ার সৈন্য।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর নেতৃত্বদানকারী জেনারেল জন নিকোলসন এ হামলার নিন্দা জানিয়ে বলেন, তালেবান যে শান্তি চায় না তা আরো একবার প্রমাণিত হল। এদিকে সাংবাদিকদের কাছে হোয়াটস আপে পাঠানো এক বার্তায় তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানান, এ হামলায় সাত বিদেশী সৈন্য প্রাণ হারিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























