আকাশ স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে খেলতে পারবেন না ইনজুরিতে আক্রান্ত নেইমার। পিএসজি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
গত বুধবার ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪-এর লড়াইয়ে কায়েনের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। এই ইনজুরির কারণে ১৬ ফেব্রুয়ারি স্পেনে অনুষ্ঠিতব্য ম্যাচে খেলতে পারবেন না বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসজি জানিয়েছে, ‘মেডিক্যাল পরীক্ষা ও স্ক্যানের ফলাফল পর্যালোচনার পর ধারণা করা হচ্ছে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে নেইমারকে।’
দ্বিতীয় লেগের ম্যাচের আগে তিনি মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। আগামী ১০ মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচটি।
নেইমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘ব্যথা চরমে, দুঃখে কান্না আসছে। আবার কিছু সময়ের জন্য আমার জীবনের সবচেয়ে ভালোবাসার খেলা ফুটবল বন্ধ রাখতে হচ্ছে। আমার খেলার স্টাইলের কারণে আমাকে মাঝেমধ্যে অস্বস্তিতে পড়তে হয়। কারণ আমি বল ড্রিবল করি এবং নিয়মিত ফাউলের শিকার হই। আমি জানি না সমস্যা আমার, নাকি মাঠে আমার খেলার ধরনের।’
আকাশ নিউজ ডেস্ক 
























