অাকাশ জাতীয় ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন ও এভিয়েশন দুটি গুরুত্বপূর্ণ খাত। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর অবকাশ হোটেলে অরেঞ্জ উইং এভিয়েশন বাংলাদেশ-এর বাংলাদেশ শাখার উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেসরকারি উদ্যোগ দেশের এভিয়েশন সেক্টরকে সমৃদ্ধ করবে। এছাড়া অরেঞ্জ উইং এভিয়েশন বাংলাদেশের যাত্রা সুন্দর ও স্বার্থক হবে এই কামনা করি। প্রতিষ্ঠানটি বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অরেঞ্জ উইং এভিয়েশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আলম, বাংলাদেশ ফ্লাইং একাডেমির সেক্রেটারি ক্যাপ্টেন আহমেদ ফজলে রহমান উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 























