আকাশ জাতীয় ডেস্ক:
মন্ত্রী, সচিব ও চিকিৎসক নেতা ও জনপ্রতিনিধিদের করোনার ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে বিশ্ব এনটিডি দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অনলাইনে আবেদন করতে অপারগ, তাদের গ্রাম পর্যায়ে তথ্য কেন্দ্রে সহায়তা দেয়া হবে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও ফরম পূরণ করা যাবে।
একই অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান বলেছেন, করোনার প্রতিষেধক টিকার প্রতিটি ডোজ মানুষ পাবে। কোনো টিকার অপব্যবহার করা হবে না।
স্বাস্থ্যসচিব বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে টিকা দেয়া হবে যারা টিকা নেবেন তারা স্বপ্রণোদিত হয়ে নিজে নেবেন। অন্যকে টিকা নিতে উৎসাহিত করুন।
আকাশ নিউজ ডেস্ক 






















