আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বিভাগে তাইজুল ইসলাম নামটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেস্টে তিনি দলের জন্য অপরিহার্য। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২৯টি টেস্ট খেলে ১১৪টি উইকেট শিকার করেছেন এই স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। চট্টগ্রামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে সিরিজে স্পিনাররা ভালো করেছে। আশা করা হচ্ছে, টেস্টেও স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার ছক কষবে বাংলাদেশ।
টাইগার স্পিনার তাইজুল ইসলামও মনে করছেন, স্পিনাররা ভালো করবে। দলে সাকিব আল হাসান থাকলে অন্যদের জন্য তা সহায়ক হয় বলেও জানান তাইজুল।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাইজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের হয়ে আমি ছয়-সাত বছর ধরে খেলছি। এই সময়ে আমি সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ম্যাচে আমি তার উপদেশগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। তাছাড়া নিজের যে অভিজ্ঞতা আছে সেটিও কাজে লাগানোর চেষ্টা করি।’
তিনি আরো বলেন, ‘সাকিব ভাই যখন দলে থাকে তখন স্পিনাররা অনেক সহায়তা পায়। তিনি ব্যাটসম্যানের মুভমেন্ট বুঝতে পারেন এবং আমাদের সাথে তা শেয়ার করেন। আশা করি, আমি, সাকিব ভাই, মিরাজ, নাঈম ভালো পার্টনারশিপ করতে পারব।’
আকাশ নিউজ ডেস্ক 
























