ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতাসীনদের সম্পদের তদন্ত হবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীনদের সম্পদের হিসাব তদন্ত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ হুশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার এক আলোচনা সভায় ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের বিরুদ্ধেও তদন্ত করার জন্য সবকিছু তৈরি হচ্ছে। এই ৮ বছরে যে লুটপাট করেছেন, যে সম্পদের পাহাড় গড়ে চলেছেন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যে সম্পদ পাচার করেছেন, তার সব হিসাব রাখা হচ্ছে এখন। বেশি দিন নাই দেরি, এগুলোর জবাব আপনাদের দিতে হবে।

গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার বিচার বিভাগকে সংসদের প্রতিপক্ষ করছে- অভিযোগ করে তিনি বলেন, আজকে এই সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের স্তম্ভগুলোকে ভেঙে ফেলতে চায়। আজ তারা বিচার বিভাগকে পুরোপুরিভাবে পার্লামেন্টের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে তথাকথিত সংসদ সদস্যরা ও মন্ত্রীরা বিচার বিভাগের বিরুদ্ধে বিষোদগার করছে। এটা পৃথিবীর কোথাও নেই। উদ্দেশ্য একটাই- বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলা, রাষ্ট্রকে দুর্বল করে ফেলা, যাতে করে আমরা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে না পারি।

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে, শেয়ারবাজার থেকে কত টাকা লুট করেছেন, ব্যাংক থেকে কত টাকা লুট করেছেন, মেগা প্রকল্প উড়াল সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসে- এসব খাতে কত টাকা লুট করেছেন। আর পদ্মা সেতু থেকে কত টাকা। এত দুর্নীতি করে আপনারা অন্যের দিকে আঙুল তোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন দেশনেত্রী ও জিয়া পরিবারের সম্পদের তদন্ত করা হচ্ছে। কতদিন ধরে তদন্ত করবেন ১০ বছর ধরে চালাচ্ছেন কিচ্ছু কোথাও খুঁজে পাননি সারা বিশ্বে।

কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যেতে বিএনপির ত্রাণ টিমকে বাধা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার কাছ থেকে আমি রাজনৈতিক বক্তব্য আশা করি সবসময়। তিনি কী বলছেন? মিথ্যাচার করছেন। তিনি বলেছেন, আমরা নাকি লোক দেখানোর জন্য ত্রাণ নিয়ে গেছি। আমরা এই কথাগুলো কখনোই তার কাছ থেকে প্রত্যাশা করিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাসীনদের সম্পদের তদন্ত হবে: ফখরুল

আপডেট সময় ১০:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীনদের সম্পদের হিসাব তদন্ত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ হুশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার এক আলোচনা সভায় ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের বিরুদ্ধেও তদন্ত করার জন্য সবকিছু তৈরি হচ্ছে। এই ৮ বছরে যে লুটপাট করেছেন, যে সম্পদের পাহাড় গড়ে চলেছেন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যে সম্পদ পাচার করেছেন, তার সব হিসাব রাখা হচ্ছে এখন। বেশি দিন নাই দেরি, এগুলোর জবাব আপনাদের দিতে হবে।

গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার বিচার বিভাগকে সংসদের প্রতিপক্ষ করছে- অভিযোগ করে তিনি বলেন, আজকে এই সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের স্তম্ভগুলোকে ভেঙে ফেলতে চায়। আজ তারা বিচার বিভাগকে পুরোপুরিভাবে পার্লামেন্টের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে তথাকথিত সংসদ সদস্যরা ও মন্ত্রীরা বিচার বিভাগের বিরুদ্ধে বিষোদগার করছে। এটা পৃথিবীর কোথাও নেই। উদ্দেশ্য একটাই- বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলা, রাষ্ট্রকে দুর্বল করে ফেলা, যাতে করে আমরা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে না পারি।

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে, শেয়ারবাজার থেকে কত টাকা লুট করেছেন, ব্যাংক থেকে কত টাকা লুট করেছেন, মেগা প্রকল্প উড়াল সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসে- এসব খাতে কত টাকা লুট করেছেন। আর পদ্মা সেতু থেকে কত টাকা। এত দুর্নীতি করে আপনারা অন্যের দিকে আঙুল তোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন দেশনেত্রী ও জিয়া পরিবারের সম্পদের তদন্ত করা হচ্ছে। কতদিন ধরে তদন্ত করবেন ১০ বছর ধরে চালাচ্ছেন কিচ্ছু কোথাও খুঁজে পাননি সারা বিশ্বে।

কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যেতে বিএনপির ত্রাণ টিমকে বাধা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার কাছ থেকে আমি রাজনৈতিক বক্তব্য আশা করি সবসময়। তিনি কী বলছেন? মিথ্যাচার করছেন। তিনি বলেছেন, আমরা নাকি লোক দেখানোর জন্য ত্রাণ নিয়ে গেছি। আমরা এই কথাগুলো কখনোই তার কাছ থেকে প্রত্যাশা করিনি।