ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী

যুক্তরাষ্ট্রে তিন গুণ হয়েছে বাংলাদেশি শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক:  

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২০০৯ সাল থেকে তিন গুণ হয়েছে। গত বছর নতুন করে এ যাবতকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

সোমবার (২৫ জানুয়ারি) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ২০২১ সালের বসন্ত সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে গমনেচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত মিলার ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাডুকেশন-ইউএসএ টিম বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভার্চ্যুয়াল জুম মাধ্যমে একটি যাত্রাপূর্ব পরিচিতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত মিলার তার বক্তব্যে শিক্ষার্থীদের তাদের নিজেদের ওপর আস্থা রাখতে এবং সৃষ্টিশীল, প্রাতিষ্ঠানিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশ সাধনের এ রোমাঞ্চকর অভিযানে যুক্ত হওয়ার প্রস্তুতির জন্য নিঃসঙ্কোচে অন্যদের সহায়তা নিতে উৎসাহিত করেন। সফলভাবে একটি প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পর এ শিক্ষার্থীরা সারা আমেরিকাজুড়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যুক্ত হবেন।

অনুষ্ঠানের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল কয়েকজন বিশিষ্ট বক্তার উপস্থাপনা। বক্তাদের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন ও অ্যাডুকেশন-ইউএসএ’র প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তি বিষয়ক কর্মকর্তারা, বর্তমান শিক্ষার্থী ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে শিক্ষার্থীরা সম্ভাব্য যেসব প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও জীবনযাত্রার পার্থক্য প্রত্যক্ষ করবেন সে সম্পর্কে ব্যবহারিক পরামর্শ ও বিচিত্র দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বক্তারা।

অধ্যয়ন ও শিক্ষাদানের ক্ষেত্রে কোভিড-১৯ যেসব নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সেগুলো বিশেষ গুরুত্ব সহকারে উঠে এসেছে আলোচনায়। রাষ্ট্রদূত মিলার তার স্বাগত বক্তব্যের শেষে শিক্ষার্থীদের তাদের সামনের অদৃশ্য প্রতিবন্ধকতা অতিক্রমে সচেষ্ট হতে এবং সহায়ক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে অর্থবহ সম্পর্ক স্থাপনে উৎসাহিত করেন।

যুক্তরাষ্ট্রগামী বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২০০৯ সাল থেকে তিন গুণ হয়েছে। গত বছর নতুন করে এ যাবতকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এসব বহির্গামী শিক্ষার্থী গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ৮ হাজার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হবেন।

এ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের কাছে অনুকরণীয় আদর্শ। অ্যাডুকেশন-ইউএসএ দল তাদের অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবেদন ও অধ্যয়নের অভিজ্ঞতা বিনিময়ের তাগিদ দিয়েছে।

বাংলাদেশে অ্যাডুকেশন-ইউএসএ’র পরামর্শ সেবা এবং তথ্যোপকরণ সারা দেশের যেসব স্থানে পাওয়া যাবে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকার বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডির অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টস, চট্টগ্রামের আমেরিকান কর্নার ও খুলনার আমেরিকান কর্নার। এসব স্থানে প্রশিক্ষিত পরামর্শকরা তথ্য দেওয়ার জন্য দলীয় সেশন পরিচালনা করবেন এবং শিক্ষার্থী ও তাদের বাবা-মাদের জন্য পৃথক পরামর্শ সেবা দেবেন। অ্যাডুকেশন-ইউএসএ’র তথ্যোপকরণ ও বইপত্র এবং দূর-পরামর্শ সেবা সিলেট ও রাজশাহীর আমেরিকান কর্নার থেকেও পাওয়া যাবে। অ্যাডুকেশন-ইউএসএ’র আগামী কার্যক্রম সম্পর্কে আরও তথ্যের জন্য নিচের লিঙ্ক দেখতে অনুরোধ করা হয়েছে: https://www.facebook.com/EdUSABangladesh অথবা ই-মেইল- EducationUSA-Bangla@state.gov।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে তিন গুণ হয়েছে বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট সময় ০৯:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:  

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২০০৯ সাল থেকে তিন গুণ হয়েছে। গত বছর নতুন করে এ যাবতকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

সোমবার (২৫ জানুয়ারি) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ২০২১ সালের বসন্ত সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে গমনেচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত মিলার ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাডুকেশন-ইউএসএ টিম বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভার্চ্যুয়াল জুম মাধ্যমে একটি যাত্রাপূর্ব পরিচিতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত মিলার তার বক্তব্যে শিক্ষার্থীদের তাদের নিজেদের ওপর আস্থা রাখতে এবং সৃষ্টিশীল, প্রাতিষ্ঠানিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশ সাধনের এ রোমাঞ্চকর অভিযানে যুক্ত হওয়ার প্রস্তুতির জন্য নিঃসঙ্কোচে অন্যদের সহায়তা নিতে উৎসাহিত করেন। সফলভাবে একটি প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পর এ শিক্ষার্থীরা সারা আমেরিকাজুড়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যুক্ত হবেন।

অনুষ্ঠানের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল কয়েকজন বিশিষ্ট বক্তার উপস্থাপনা। বক্তাদের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন ও অ্যাডুকেশন-ইউএসএ’র প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তি বিষয়ক কর্মকর্তারা, বর্তমান শিক্ষার্থী ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে শিক্ষার্থীরা সম্ভাব্য যেসব প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও জীবনযাত্রার পার্থক্য প্রত্যক্ষ করবেন সে সম্পর্কে ব্যবহারিক পরামর্শ ও বিচিত্র দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বক্তারা।

অধ্যয়ন ও শিক্ষাদানের ক্ষেত্রে কোভিড-১৯ যেসব নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সেগুলো বিশেষ গুরুত্ব সহকারে উঠে এসেছে আলোচনায়। রাষ্ট্রদূত মিলার তার স্বাগত বক্তব্যের শেষে শিক্ষার্থীদের তাদের সামনের অদৃশ্য প্রতিবন্ধকতা অতিক্রমে সচেষ্ট হতে এবং সহায়ক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে অর্থবহ সম্পর্ক স্থাপনে উৎসাহিত করেন।

যুক্তরাষ্ট্রগামী বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২০০৯ সাল থেকে তিন গুণ হয়েছে। গত বছর নতুন করে এ যাবতকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এসব বহির্গামী শিক্ষার্থী গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ৮ হাজার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হবেন।

এ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের কাছে অনুকরণীয় আদর্শ। অ্যাডুকেশন-ইউএসএ দল তাদের অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবেদন ও অধ্যয়নের অভিজ্ঞতা বিনিময়ের তাগিদ দিয়েছে।

বাংলাদেশে অ্যাডুকেশন-ইউএসএ’র পরামর্শ সেবা এবং তথ্যোপকরণ সারা দেশের যেসব স্থানে পাওয়া যাবে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকার বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডির অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টস, চট্টগ্রামের আমেরিকান কর্নার ও খুলনার আমেরিকান কর্নার। এসব স্থানে প্রশিক্ষিত পরামর্শকরা তথ্য দেওয়ার জন্য দলীয় সেশন পরিচালনা করবেন এবং শিক্ষার্থী ও তাদের বাবা-মাদের জন্য পৃথক পরামর্শ সেবা দেবেন। অ্যাডুকেশন-ইউএসএ’র তথ্যোপকরণ ও বইপত্র এবং দূর-পরামর্শ সেবা সিলেট ও রাজশাহীর আমেরিকান কর্নার থেকেও পাওয়া যাবে। অ্যাডুকেশন-ইউএসএ’র আগামী কার্যক্রম সম্পর্কে আরও তথ্যের জন্য নিচের লিঙ্ক দেখতে অনুরোধ করা হয়েছে: https://www.facebook.com/EdUSABangladesh অথবা ই-মেইল- EducationUSA-Bangla@state.gov।